Travel Tips: ঘুরতে যাওয়ার আগে নজর রাখবেন কোনদিকে? টাকা বাঁচবে, সময়ও
Vacation Planning:ভাল করে ঘুরতে যাওয়ার জন্য কিছু দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
প্রতীকি চিত্র
1/10
কেউ সারা বছর ধরে টাকা জমায়। কেউ আবার বছর শেষের বোনাসটা পুরোটাই জমিয়ে রেখে দেয়। কোনও কেনাকাটা নয়, ঘোরার জন্য়।
2/10
দীর্ঘদিনের মানসিক ক্লান্তি বা শারীরিক পরিশ্রমের চাপ। সবই যেন উধাও হয়ে যায় পছন্দের কোনও জায়গা ঘুরতে গেলে। কিন্তু তার জন্য় চাই জবরদস্ত প্ল্যান।
3/10
আগেভাগেই ছুটির ব্য়বস্থা করে রাখতে হবে যদি আপনি চাকরি করেন। ব্যবসা বা স্বনিযুক্ত পেশায় থাকলে কাজ মিটিয়ে বের করতে হবে বেশ ভাল একটা সময়।
4/10
কিন্তু ভাল করে ঘুরতে যাওয়ার জন্য কিছু দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলেই গোটা ভ্রমণের প্ল্যান ভাল হবে ও যাবতীয় মজা পাওয়া যাবে।
5/10
কোনও ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে বুকিং এড়ানোই ভাল। সেটা হোটেলই হোক বা প্যাকেজ ট্যুর। নেটে রেটিং দেখে স্থানীয় ট্যুর বুক করুন অথবা বিশ্বস্ত সাইট দেখে নিজে হোটেল বুক করুন
6/10
এখন বহু মানুষ ইউটিউবারদের ভিডিও দেখে ভ্রমণের জায়গার একটা প্রাথমিক ধারণা তৈরি করেন। সেটা যেমন সুবিধা হয়, তেমনই খেয়াল রাখা প্রয়োজন, সবার পছন্দ আলাদা। শ্যুট করা বা ঘোরার বিষয়টিও ব্যক্তিবিশেষের উপর নির্ভর করে।
7/10
খুব টাইট শিডিউল বানাবেন না। ঘোরার মাঝে বিশ্রামও কিন্তু প্রয়োজন। নয়তো ঘোরার আসল কারণটাই নষ্ট হয়ে যাবে। ক্লান্ত হয়ে পড়লে কাজের জীবন থেকে ছুটি নিয়ে লাভ কী?
8/10
হোটেল হোক বা ট্রেন-বিমান। বুকিং আগে সারুন। বিশেষ করে পর্যটনের ভরা মরসুমে গেলে শেষ মুহূর্তে পছন্দসই বুকিং পাওয়া যায় না। মিললেও বিপুল পরিমাণ দাম বেড়ে যাবে।
9/10
আগেভাগে বাজেট ঠিক করুন। কোন খাতে কত খরচ করবেন তা লিখে হিসেব করে রাখবেন। যা বাজেট হবে তার চেয়ে ১৫ শতাংশ মতো টাকা বেশি ব্যবস্থা করে রাখতে হবে। যাতে হঠাৎ কোনও প্রয়োজনে সমস্যা না হয়।
10/10
পর্যটনের ভরা মরসুমে খরচ বেশি, ভিড়ও বেশি। আবার মরসুমে না গেলে পছন্দমতো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় না। তাই বেছে নিতে পারেন Shoulder Season. অর্থাৎ ভরা মরসুমে ঠিক আগের বা পরের সময়, এই সময়টা খরচও কিছুটা কম হয়
Published at : 21 Apr 2023 04:42 PM (IST)