Mustard Oil: রূপচর্চাতেও কাজে লাগে সর্ষের তেল, কীভাবে কোন কোন কাজে ব্যবহার করবেন?
সর্ষের তেল দিয়ে শুরু রান্না করাই ভাল নয়। খাদ্যগুণের পাশাপাশি সর্ষের তেলে এমন কিছু উপরকণ রয়েছে যা ত্বক এবং চুলের যত্নেও বিভিন্ন ভাবে কাজ লাগে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appত্বক আর্দ্র রাখতে সাহায্য করে সর্ষের তেল। ত্বক রুক্ষ শুষ্ক হয়ে গেলে তা দেখতে ভাল লাগে না।
সরাসরি ত্বকের মধ্যে সর্ষের তেল না লাগিয়ে বরং কোনও ক্রিম বা ঘরোয়া পদ্ধতিতে তৈরি ফেস মাস্ক, ফেস স্কতাব, ফেস প্যাকের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন।
যাঁদের চুল বাড়তে অনেক সময় লাগে, কিংবা একেবারেই বাড়তে চায় না, তাঁরা সর্ষের তেল দিয়ে চুলে ম্যাসাজ করে দেখতে পারেন।
সর্ষের তেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, আয়রন এবং ম্যাগনেসিয়াম- যা চুল বৃদ্ধিতে সাহায্য করে।
ত্বকের অন্যতম বড় সমস্যা হল ব্রন এবং তার ফলে তৈরি হওয়া বিভিন্ন দাগছোপ। এছাড়াও অনেকসময় ত্বকে র্যাশ বা অ্যালার্জি দেখা যায়।
অ্যান্টিব্যাকটেরিয়া, অ্যান্টিফ্লেমেটরি এবং অ্যান্টিফাঙ্গাল উপকরণ রয়েছে সর্ষের তেলে। এর সাহায্যে সহজে ব্রন এবং র্যাশের সমস্যা মিটে যায়।
চুলের সমস্যার মধ্যে খুশকির সমস্যায় জেরবার হন প্রায় সকলেই। বিশেষ করে শীতকালে প্রবল খুশকির সমস্যা দেখা দেয় অনেকেরই। এই সমস্যাও মেটায় সর্ষের তেল।
এই তেলে থাকা অ্যান্টিফাঙ্গাল উপকরণগুলো খুশকির সমস্যা দূর করে। স্ক্যাল্প হাইড্রেটেড রাখে। মাথায় কোনওরকম চুলকানি বা ইরিটেশন দূর করে।
ঠোঁট আর্দ্র রাখতে, রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে এবং কালচে দাগছোপ দূর করতেও কাজে লাগে সর্ষের তেল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -