Hair problem: চাল ধোয়া জলে চুল ধুয়ে দেখুন, ঘরোয়া উপায়ে পাবেন উপকার
ভাত করার আগে চাল ধুয়ে বসানোর প্রক্রিয়াটি আমরা সকলেই করে থাকি। অন্তত দু থেকে তিন বার চাল ধুয়ে সেই জল ফেলে দিয়েই ভাত বসাই। কিন্ত চুলের যত্নে এই ফেলে দেওয়া জলেরই গুরুত্ব অনেকটাই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচাল ধোয়া জলেও না কি পুষ্টিগুণ রয়েছে। তবে চাল অনেকক্ষণ ভিজিয়ে রেখে সেই জল রাখলে উপকার আরও বেশি পাবেন। চিনে এবং জাপানে চাল ধোয়া জল রূপচর্চার দ্রব্যেও ব্যবহার হয়।
অনেকেই বলে থাকেন চাল ভাল করে ধুলে বাড়তি স্টার্চ জলে ধুয়ে বেরিয়ে যায়। বলে রাখা ভাল, এই স্টার্চ আসলে ইনোসিটল। এক রকমের শর্করা যা দেহকোষ নির্মাণে গুরুত্বপুর্ণ ভূমিকা নিয়ে থাকে।
মাথা ঘষার আগে মিনিট পনেরো চালের জল ভাল ভাবে চুলে দিয়ে রাখলে তাতে আর্দ্রতা বাড়ে। রুক্ষতা কমে যায় অনেকটাই।
এছাড়াও যাঁদের চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা রয়েছে, তাঁরাও চাল ভেজানো জল দিয়ে মাথা ধুয়ে নিতে পারেন। সমাধান সূত্র সেটাই।
চাল ধোয়া জলে কার্বোহাইড্রেট, ইনোসিটল, ফাইটিক অ্যাসিড এবং ইনঅর্গানিক এলিমেন্টও থাকে, যা চুল এবং রূপচর্চার ক্ষেত্রে উপকারী।
ফার্মেন্টেড রাইস ওয়াটারও কিন্তু চুলের পক্ষে খুবই ভাল। কিন্তু তা সরাসরি চুলে ব্যবহার করা উচিত নয়। জলের সঙ্গে মিশিয়ে মাখলে উপকার পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -