Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Health Tips: প্রতিদিন সকালে একমুঠো আমন্ড, দূরে থাকবে পেটের রোগ
মাইগ্রেনের সমস্য়া মেটাতে, ত্বকের যত্নে এবং আরও নানা কারণে ব্যবহার হয়ে থাকে আমন্ড। এই বাদামের এমন গুণ রয়েছে যা নানা ভাবে শরীর ভাল রাখতে সাহায্য করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে প্রতিদিন আমন্ড খাওয়ার অভ্যাস থাকলে তা ভাল রাখে পেটও। butyrate-নামক এক ধরনের ফ্যাটি অ্যাসিড উৎপাদিত হয় নিয়মিত আমন্ড খেলে। যা পেট ভাল রাখতে সাহায্য করে।
লন্ডনের কিংস কলেজ -এর গবেষকরা একটি গবেষণা করেছেন। তাতে পেটের স্বাস্থ্যের উপর আমন্ডের প্রভাব নিয়ে গবেষণা করা হয়েছে।
আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন -নামক পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণা পত্রটি। এই গবেষণাকে অর্থ জুগিয়েছে আমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়া।
মানব শরীরের পাচনতন্ত্রে একাধিক মাইক্রোবায়োম রয়েছে। যা পোষক পদার্থ শোষণ করতে সাহায্য করে। এই গোটা প্রক্রিয়ার স্বাস্থ্যের উপর প্রভাব থাকে।
রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পাচনপ্রক্রিয়াও এর উপর নির্ভর করে। কীভাবে এই কাজ হয়, সেটা নিয়ে নানা গবেষণা চলছে। পাশাপাশি, কী ধরনের খাবার খেলে পেটের স্বাস্থ্য ভাল থাকে তাও দেখা হয়েছে।
৮৭ জন ব্যক্তির উপর সমীক্ষা করা হয়েছে। সাধারণত তাঁরা সকলেই প্রয়োজনের তুলনায় ডায়েটারি ফাইবার কম খাচ্ছিলেন এবং অস্বাস্থ্যকর ডায়েটের উপর নির্ভর করছিলেন।
তাঁদের তিন ভাগে ভাগ করে, একভাগকে খোসা-সুদ্ধ আমন্ড, অন্য একটি ভাগকে খোসা ছাড়া আমন্ড খাওয়ানো হয়। আরও একটি ভাগকে প্রোটিন-মাফিন খাওয়ানো হয়।
পরে দেখা যায়, যাঁরা আমন্ড খেয়েছেন তাঁদের ক্ষেত্রে পেটের স্বাস্থ্য ভাল রয়েছে। এই বিষয়টি নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে আপাতত যা তথ্য় পাওয়া গিয়েছে তাতে পাচন প্রক্রিয়া ভাল রাখতে আমন্ডের উপর ভরসা করাই যেতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। ছবি: Pexels/ Pixabay
- - - - - - - - - Advertisement - - - - - - - - -