Aloe vera: ত্বক উজ্জ্বল করে, স্বাস্থ্য ফেরায় চুলের, পুজোর শেষ মুহূর্তের রূপচর্চায় অ্যালোভেরা রাখছেন তো?
ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহৃত হয়ে আসছে। ত্বকে র্যাশ, চুলকানি, রোদে পড়া দাগ দূর করতে অ্যালোভেরার তুলনা হয় না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে কোনও প্যাকে অথবা সরাসরি এই জেল লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে এবং বয়সের ছাপ মুছে যায়।
চুলের শুষ্ক ভাব এবং ত্বকে চুলকানি দূর করার জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবেন। এ
অ্যালোবেরার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুল পড়া ও খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে।
যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত অ্যালোভেরা রস খেলে রক্তের গ্লুকোজের পরিমাণ কমবে।
হজম শক্তি বৃদ্ধিতে অ্যালোভেরার তুলনা হয় না। এর অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান পাকস্থলী ঠাণ্ডা রাখে এবং গ্যাসের সমস্যা দূর করে।
প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস জল বা গুড়ের শরবতের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে খেলে উপকার মিলবে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অ্যালোবেরার জুড়ি মেলাভার
অ্যালোভেরা ত্বকে ব্রণর সমস্যা কমায়। এতে থাকা উপাদান ত্বকের প্রদাহ কমায়। অ্যালোভেরা জেলে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান। তাই এটি আপনার ত্বক পরিষ্কার রাখে।
অ্যালোভেরার জুস কোলেস্টেরলের মাত্রা কমায়। এটি দূষিত রক্ত দেহ থেকে বের করে দেয় এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে। এ ছাড়াও অ্যালোভেরা জুস দাঁত এবং মাড়ির ব্যথা কমাতে সহায়ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -