World Heritage Sites : মুঘল স্থাপত্যের অন্যতম নির্দশন, চোখ জুড়িয়ে দেবে দিল্লির এই ৩ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
দিল্লিতে রয়েছে তিনটি UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এগুলি রাজধানীর সবথেকে আর্কষণীয় সৌধ। UNESCO-র বক্তব্য অনুসারে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এমন একটি এলাকা যেটি বিজ্ঞানসম্মতভাবে, ঐতিহাসিকভাবে এবং সাংস্কৃতিকগত ভাবে তাৎপর্যপূর্ণ এলাকা। যার আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী সংরক্ষণ হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লিতে যে তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, তার মধ্যে আছে হুমায়ুনের সমাধি বা হুমায়ুন টোম্ব।
এটি মুঘল স্থাপত্যের অন্যতম নির্দশন। রয়েছে মথুরা রোড ও লোধি রোডর সংযোগস্থলে। বাগান ঘেরা এই সমাধিকে ১৯৯৩ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে UNESCO।
হুমায়ুনের মৃত্যুর ৯ বছর পর ১৫৬৫ সালে তাঁর স্ত্রী বেগা বেগম এই সৌধটি নির্মাণ করেন।
রাজধানীর বুকে রয়েছে কুতুব মিনার। ৭৩ মিটার উুঁচু এই সৌধটি ১১৯৩ সালে তৈরি। পাঁচটি পৃথক তল রয়েছে এই টাওয়ারে।
দেশের প্রথম মসজিদ কুওয়াত উল ইসলাম মসজিদ রয়েছে কুতুব মিনারের বেসে।
কুতুব উদ্দিন আইবক এর নির্মাণ শুরু করেছিলেন। কিন্তু, তিনি শুধু বেসমেন্টটা তৈরি করে যেতে পেরেছিলেন। তাঁর উত্তরসূরি ইলতুৎমিস আরও তিন তল যোগ করেন এর সঙ্গে। ১৩৬৮ সালে ফিরোজ শা তুঘলক এটিকে পাঁচতলা নির্মাণ করেন।
এর মিনার এবং আশপাশের স্মৃতিসৌধগুলিকে ১৯৯৩ সালে স্বীকৃতি দেয় UNESCO।
অপর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হল রেড ফোর্ট বা লালকেল্লা। ১৬৩৮ থেকে ১৬৪৮ সালের মধ্যে এটিকে নির্মাণ করেন শাহজাহান। যমুনার পশ্চিম তীরে এটিকে নির্মাণ করা হয়। রয়েছে বিভিন্ন মিউজিয়াম।
এই কেল্লার দুটি প্রধান প্রবেশপথ লাহোর গেট ও দিল্লি গেট। প্রতি বছর এখান থেকেই জাতীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ২০০৭ সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -