মরসুম বদলে একাধিক সমস্যা ভুগছেন? গোলমরিচের গুণে দূর হবে একাধিক সমস্যা
গোল মরিচ খাবারে স্বাদ বাড়ায়, এটি খাওয়াও স্বাস্থ্যের পক্ষে উপকারী। শুধু তাই নয়, প্রতিদিন গোল মরিচ খেলে হার্টকে সুস্থ রাখে। গোল মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোল মরিচে অ্যান্টি-প্রলাইভেটিভ নামে উপাদান রয়েছে। এটি ব্র্যাচিয়াল সেল বাড়তে বাধা দেয়। এর ফলে শরীরে ক্যান্সার রোগ প্রতিরোধ করে।
স্ট্রেসের সমস্যায় গোল মরিচ উপকারী হতে পারে। এটিতে পাইপারিন নামক একটি উপাদান রয়েছে। এটি সেরোটোনিন নামক একটি উপাদান তৈরি করে।
গোল মরিচের বাইরের স্তরটিতে ফাইটো পুষ্টি থাকে। তারা মেদ গলাতে সাহায্য করে। তাই প্রতিদিন এক চতুর্থাংশ চা চামচ কালো মরিচের গুঁড়া খেলে ওজন হ্রাস পাবে।
গোল মরিচের ভিটামিন এ, সি এবং সেলেনিয়াম ইত্যাদি রয়েছে এগুলি সংক্রমণ প্রতিরোধ করে। প্রতিদিন চার থেকে পাঁচটি গোল মরিচ খাওয়া প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে।
মাড়িতে রক্তক্ষরণ হলে বা দাঁত খারাপ হতে থাকে তবে গোল মরিচ পিষে লেবুর রস এবং নুন মিশিয়ে ম্যাসাজ করুন। এটি করার মাধ্যমে, মুখের সমস্যার সমাধান হবে।
যে সমস্ত লোকের ঠান্ডা লাগা বা গলা ব্যথা হয় তারা গোল মরিচের দানাখেলে বা চায়ে দিয়ে পান করলে, আরাম মিলবে।
কাশি এবং সর্দির সাথে লড়াইয়ে গোল মরিচ দারুন উপকারী। চোখের রোগে গোল মরিচের উপকারিতা রয়েছে। দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য প্রতিদিন সকালে গোল মরিচ খান
চুল পড়ার সমস্যা দেখা দিলে পেঁয়াজ ও লবণের সঙ্গে গোল মরিচ পিষে খেলে উপকার পাওয়া যায়।
গোল মরিচ মাথাব্যথা দূর করতে উপকারী। এটি হেঁচকিও বন্ধ করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -