চুলের জন্য উপকারী, ভাল রাখে ত্বকও, জবাফুলের গুণাগুণ জানলে অবাক হবেন

চুলের জন্য উপকারী, ভাল রাখে ত্বকও, জবাফুলের গুণাগুণ জানলে অবাক হবেন

জেনে নিন জবা ফুলের উপকারিতা

1/10
জবা ফুলে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রপার্টিজ রক্তচাপ কমাতে ভূমিকা পালন করে।
2/10
জবা ফুলে আছে কার্বোহাইড্রেট, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম। এছাড়াও ভিটামিন সি এবং বি আছে। যা শরীরের জন্য় উপকারী
3/10
জবার পাতায় আছে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড। যেমন অ্যালকালয়েড, ফ্যাভোনয়েডস। যা আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
4/10
জবা ফুলের পাতায় আছে অ্যামিনো অ্যাসিড। যা আপনার চুলের কেরাটিন উৎপাদন বাড়াতে সহায়তা করে।
5/10
জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। যা ত্বককে দূষণ, সূর্যের অতিবেগুনি রশ্মি থেতে রক্ষা করে।
6/10
এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমটরির গুণ, যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।
7/10
বলিরেখা দূর করতে ও ত্বককে সতেজ করে তুলতে সহায়তা করে জবা ফুল।
8/10
অ্যালোপসিয়াতে আক্রান্তদের জন্য জবাফুলের নির্যাস ভাল কাজ করে।
9/10
জবা ফুলের চাও শরীরের পক্ষে ভাল। একাধিক সমস্যার সমাধান করে এটি।
10/10
ডায়াবেটিক রোগীদের জন্য জবাফুলের চা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।
Sponsored Links by Taboola