Vitamin C: রূপচর্চার রুটিনে থাক ভিটামিন সি, উপকার পাবেন চোখের পলকেই
অ্যান্টিঅক্সিডান্টে ভরপুর ভিটামিন সি শুধু শরীরের পক্ষেই উপকারী নয়, আপনার ত্বকেরও সবচেয়ে কাছের বন্ধু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅমসৃণ খসখসেভাব, ব্রণর দাগ, এ সব কিছু থেকেই মুক্তি দিতে পারে এই ভিটামিনটি।
ভিটামিন সি-এর অ্যান্টিঅক্সিডান্ট সংক্রান্ত উপকারিতার কথা সকলেরই জানা। ভিটামিন সি-এর পুষ্টিগুণ কোষস্তর থেকে ত্বকের ডিএনএ নতুন করে তৈরি করতে পারে।
ত্বক বিশেষজ্ঞ ত্বক পরিচর্যার সম্পূর্ণ সুফল পেতে ভিটামিন সি সিরাম মাখার পরামর্শ দেন। এটি ময়শ্চারাইজারের চেয়ে হালকা আর সহজেই ত্বকে শুষে যায়।
ভিটামিন সি লাগালে ত্বক অতিবেগুনি রশ্মিজনিত ক্ষতির হাত থেকে রেহাই পায়, ক্ষতিগ্রস্ত কোষগুলোও সজীব হয়ে ওঠে।
নিয়মিত ভিটামিন সি মাখলে, বিশেষ করে রাতে মাখলে ট্রায়োসিনেস উৎপাদন কমে যেতে পারে। উজ্জ্বল হবে ত্বক।
রোজকার স্কিনকেয়ার রুটিনে অনায়াসেই যোগ করতে পারেন ভিটামিন সি, কারণ এই উপাদানটি কোমল এবং স্পর্শকাতর ত্বকসহ সব ধরনের ত্বকের উপযোগী।
আপনার দৈনন্দিন ত্বক পরিচর্যার রুটিনে ভিটামিন সি সমৃদ্ধ প্রডাক্ট যোগ করা অত্যন্ত জরুরি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -