Happy Brother’s Day: ভ্রাতৃদিবসে রইল কিছু বিশেষ শুভেচ্ছাবার্তা

শুভ ভ্রাতৃদিবস

1/10
২৪ মে। দেশজুড়ে এই দিনটি 'জাতীয় ভ্রাতৃ দিবস' (National Brother's Day) হিসেবে পালিত হয়। এই দিনটি ভাইদের মধ্যে বিশেষ বন্ধনকে স্বীকৃতি দেওয়ার জন্য পালন করা শুরু হয়েছিল।
2/10
প্রধনাত আমেরিকায় এই বিশেষ দিনটি পালিত হয়। তবে তাছাড়া অন্যান্য একাধিক দেশেও এই দিনটি পালন করা হয়। অস্ট্রেলিয়া, রাশিয়া, এশিয়ার বিভিন্ন দেশ যেমন ভারত বা ইউরোপীয় দেশগুলি যেমন ফ্রান্স বা জার্মানিতে ২৪ মে 'ভ্রাতৃ দিবস' পালিত হয়।
3/10
এই দিনের ইতিহাস যদিও খুব স্পষ্টভাবে জানা যায় না। তবে মনে করা হয় যে এই দিনের প্রচলন করেছিলেন সি. ড্যানিয়েল রোডস। ২০০৫ সালের ২৪ মে থেকে এই দিনটি সাধারণ মানুষ পালন করে আসছেন। এবং এই দিনটি 'সহোদর দিবস'-এর থেকে খানিক আলাদা।
4/10
কখনও কখনও ভাই হওয়া সুপারহিরো হওয়ার থেকেও অনেক ভাল - মার্ক ব্রাউন
5/10
কারণ ভাইয়েরা একে অপরকে অন্ধকারে একা ছেড়ে দেয় না - জোলেন পেরি
6/10
এই ব্যক্তি, যিনি আমার ভাই, তার মধ্যে একটা শিশু আছে... আর সেই শিশুকে আমি কী যে অপছন্দ করতাম। এবং ওকে কতটা ভালবাসি - অ্যানা কুইন্ডলেন
7/10
যা প্রিয় বন্ধুরা কখনও হতে পারে না, ভাইয়েরা তাই।
8/10
ভাইয়ের প্রতি ভালবাসার মতো ভালবাসা আর নেই। ভাইয়ের ভালবাসার মতো ভালবাসা আর নেই।
9/10
একজন ভাই ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপহারের মতো যা আমরা চিরকাল লালন করতে পারি। শুভ ভ্রাতৃ দিবস।
10/10
বিশ্বের সেরা ভাইকে শুভ ভ্রাতৃ দিবসের শুভেচ্ছা।
Sponsored Links by Taboola