Health Tips: গরম জলে দারচিনি! দ্রুত কমবে ওজন
Weight Loss Tips: ওজন কমানোর জন্য শরীরচর্চা, কড়া ডায়েট- এরকম নানা পদক্ষেপ করা হয়। পাশাপাশি কিছু টোটকাও ব্যবহার করা যায়।
নিজস্ব চিত্র
1/10
ইদানিং সময়ে লাইফস্টাইল ডিজিজ-এর কথা শোনা যায়। দৈনিক রুটিনের অনিয়ম, স্ট্রেস, উদ্বেগ, খাওয়া-দাওয়ার ধরন-সব মিলিয়েই প্রভাব পড়ে শরীরের উপর। বেড়ে যায় ওজন, আর ওজন বেড়ে যাওয়ার কারণেই থাবা বসায় নানা রোগ।
2/10
ওজন কমানোর জন্য শরীরচর্চা. কড়া ডায়েট- এরকম নানা পদক্ষেপ করা হয়। পাশাপাশি কিছু টোটকাও ব্যবহার করা যায়। যা সহজেই ওজন কমাতে সাহায্য করে।
3/10
এমনই একটি টোটকা হল দারচিনি। বিভিন্ন রান্নার কাজে গোটা দারচিনি বা গুঁড়ো দারচিনি ব্যবহার করা হয়। এই মশলা কাজে লাগবে ওজন কমানোর জন্য। কীভাবে?
4/10
এক কাপ জলে গোটা দারচিনির কয়েকটি টুকরো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরে সেটিকে অল্প ঠান্ডা করে খাওয়া যেতে পারে।
5/10
সকালে উঠে এই দারচিনি জল খাওয়া সবচেয়ে উপকারী হতে পারে। গোটা দারচিনি না থাকলে গরম জলে দারচিনি গুঁড়ো দিয়েও খাওয়া যায়।
6/10
যদি জলে ফুটিয়ে খেতে ইচ্ছে না করে। সেক্ষেত্রে একটি গ্লাসে কয়েকটি দারচিনি রাতভর ভিজিয়ে রাখা যায়। এক্ষেত্রে জলের রং ততটা ঘন হবে না। সকালে সেটি খাওয়া যেতে পারে।
7/10
দারচিনির জলেই মেশানো যায় কয়েক ফোঁটা মধু। স্বাদেও বদল আসে। মেলে উপকারও। মধু ওজন কমাতে সাহায্য করে।
8/10
বিশেষজ্ঞরা বলে থাকেন খিদে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই পানীয়। ব্যয়ামের আগেও এটি খাওয়া যায়, দীর্ঘক্ষণ এনার্জি পাওয়া যায়। রক্তে শর্করা বৃদ্ধি মাত্রাকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই পানীয়।
9/10
উচ্চ রক্তচাপ, এলডিএল বা খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। দারচিনিতে ভরপুর অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা প্রদাহ রুখতে এবং আরও একাধিক কাজে প্রয়োজনীয়। ভাল থাকে ত্বকের স্বাস্থ্যও।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। সব ছবি: Pexels
Published at : 16 Sep 2022 09:45 PM (IST)