Cricketers Second Marriage: দীনেশ কার্তিক থেকে কাম্বলি, বিবাহবিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেছেন এই পাঁচ তারকা ক্রিকেটার
বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যাঁদের প্রথম বিয়ে কোনও না কোনও কারণে সফল হয়নি। কিন্তু দ্বিতীয়বার বিয়ে করে বেশ সুখে-স্বচ্ছন্দে রয়েছেন তাঁরা। জেনে নেওয়া যাক এই ক্রিকেটারদের সম্পর্কে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিকের সঙ্গে নিকিতার বিয়ে হয়েছিল। কিন্তু সেই বিয়ে টেকেনি। নিকিতা ও তাঁর বন্ধু ক্রিকেটার মুরলী বিজয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর বিবাহবিচ্ছেদ হয়েছিল। ২০১৫-তে কার্তিক স্কোয়াশ প্লেয়ার দীপিকা পল্লিকলকে বিয়ে করেন। এখন তাঁরা বেশে হাসিখুশি বিবাহিত জীবন কাটাচ্ছেন।
ভারতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার জাভাগল শ্রীনাথের প্রথম বিয়ে হয়েছিল জোৎস্নার। বিয়ের আট বছর পর ২০০৭-এ তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এর কয়েক বছর পর সাংবাদিক মাধবী পত্রাবলীর সঙ্গে বিয়ে হয় শ্রীনাথের।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনেরও দুটি বিয়ে। প্রথমে তাঁর সঙ্গে নৌরিনের বিয়ে হয়েছিল। ১৯৯৬-এ বিবাহবিচ্ছেদ হয়। এরপর অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন আজহার। কিন্তু সেই বিয়েও বেশিদিন টেকেনি। ২০১০-এ বিচ্ছেদ ঘটে।
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা সচিন তেন্ডুলকরের ঘনিষ্ঠ বন্ধু বিনোদ কাম্বলি। তাঁর প্রথম বিয়ে হয়েছিল ছোটবেলার বান্ধবী নিয়োল লুইসের সঙ্গে। কিন্তু পরে বিবাহবিচ্ছেদ ঘটে। পরে কাম্বলি মডেল অ্যান্ড্রিয়া হিউইটকে বিয়ে করেন। তাঁদের ১১ বছরের এক সন্তান রয়েছে।
ভারতীয় দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংহর বাবা যোগরাজ সিংহও ছিলেন ক্রিকেটার। তাঁর প্রথম স্ত্রী শবনম। তিনি যুবরাজের মা। যোগরাজ ও শবনমের মতপার্থক্যের কারণে বিয়ে ভেঙে গিয়েছিল। যোগরাজ পরে সতবীর কউরকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়েতে যোগরাজের দুই সন্তান রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -