Disha Parmer Pics:‘সিঁদুর পরেননি কেন?’ সোশ্যাল মিডিয়ায় ট্রোলের কড়া জবাব অভিনেত্রীর
বিয়ের পর টেলিভিশন অভিনেত্রী দিশা পারমার শ্বশুরবাড়িতে দারুণ সময় কাটাচ্ছেন। আর এই আনন্দঘন মুহূর্ত ছবির মাধ্যমে জীবনের সোনালি দিনগুলির ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তিনি। সম্প্রতি গোলাপি শাড়ি পরে একটি ছবি তিনি পোস্ট করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোলাপি শাড়িতে দিশার লুক তাঁর অনুরাগীদের মুগ্ধ করেছে। ছবিতে তাঁকে বেশ ঝলমলে দেখিয়েছে।
তাঁর এই লুকের প্রশংসায় যখন অনুরাগীরা উচ্ছ্বসিত, তখন কেউ কেউ প্রশ্নও তুলেছেন। ছবিতে দিশার সিঁথিতে সিঁদুর ছিল না। আর তা নিয়েই অনেকেই প্রশ্ন তুলে কমেন্টস সেকশনে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
তাঁদের প্রশ্ন, সিঁদুর পরেননি কেন? তাঁরা আরও বলেছেন, সিঁদুর পরলে আরও ভালো লাগত। সিঁদুর পরলে কী হত....
এ ধরনের মন্তব্যের জবাব দিতে দেরি করেননি দিশা। তিনি লিখেছেন,যাঁরা আমার কমেন্টস সেকশনে এসে নেতিবাচক কথাবার্তা বলছেন, তাঁদের বলতে চাই যে, সিঁদুর পরব, কী পরব না, তা একান্তই আমার পছন্দের বিষয়। মনে হলে পরব। আমার স্বামীর তো এতে কোনও সমস্যা নেই। আমার পরিবারেরও কোনও সমস্যা নেই। তাহলে আপনাদের এত গরজ কিসের!
উল্লেখ্য, এর আগেও দিশাকে এ ধরনের প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
যদিও তাঁকে অনেকবারই সিঁদুর পরা অবস্থাতেও দেখা গিয়েছে।
কয়েকদিন আগে তাঁর স্বামী রাহুল বৈদ্যের লাইভ চ্যাটেও এক অনুরাগী এমনই একটি প্রশ্ন করেছিলেন।
বিয়ের পর দিশাকে বরাবরই হাতে চূড়া পরে থাকতে দেখা গিয়েছে। (ছবি-দিশা পারমার ইনস্টাগ্রাম)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -