Lifestyle:চুলের স্টাইলিংয়ে প্রায়ই 'হিট' ব্যবহার করেন? হতে পারে ক্ষতি, ইঙ্গিত গবেষণায়
ইচ্ছা হলে কোনও দিন চুল থাকবে 'সিল্কি স্ট্রেট', চাইলে আবার 'কার্লি'। চুলের সাজসজ্জার এমন হরেক প্রসাধনী ও যন্ত্র এখন প্রায় আমাদের সাধ্যের মধ্যে। কিন্তু এসব ক্ষেত্রে বহু সময়ই চুলে ব্যবহার করতে লাগে 'হিট'। হালের এক গবেষণায় অশনি সঙ্কেত, চুলের সজ্জায় এই 'হিট'-র ব্যবহার মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনিতে চুল শুকোনোর জন্য হেয়ার ড্রায়ারের ব্যবহার নতুন নয়। তবে হালেই এসিএসের 'এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি'-তে প্রকাশিত একটি গবেষণাপত্র বিষয়টির সম্ভাব্য কুফলের ইঙ্গিত দিয়েছে।
এই গবেষণায় 'সিলোক্সেনস'-র মতো 'volatile organic compounds'-র পরিমাপে নজর দেওয়া হয়েছিল। সাধারণত, চুলের স্প্রে, ক্রিম এবং তেলে এই কম্পাউন্ড মিশে থাকে।
গবেষণাপত্রটিতে উঠে এসেছে, যে এই কম্পাউন্ডগুলি ঘরের ভিতরের বায়ুমণ্ডলের গঠনগত খোলনলচে বদলে দিতে পারে। বিশেষত হেয়ার স্টাইলিংয়ের সময় এগুলির সংস্পর্শে 'হিট' এলে এই সমস্যা দ্রুত বাড়তে থাকে, দাবি করা হয়েছে ওই গবেষণাপত্রে।
নুসরত জং-সহ যে আমেরিকার ইন্ডিয়ানার পার্দু ইউনিভার্সিটির একদল গবেষক এই গবেষণাটি করেছেন। হেয়ার স্টাইলিংয়ের ফলে আবদ্ধ পরিবেশের বাতাসের গুণমান কী ভাবে বদলাতে থাকে, সেটিই নির্দিষ্ট ভাবে দেখতে চাওয়া হয়েছিল এই গবেষণায়।
এই জন্য একটি ছোট, খোলামেলা বাড়ি বেছে নিয়েছিলেন গবেষকরা। গবেষণায় অংশগ্রহণকারীদের বলা হয়েছিল, ওই বাড়িতেই নিয়মিত চুলের পরিচর্যার জন্য হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে, হেয়ার স্টাইলিং করতে।
অংশগ্রহণকারীরা যখন সেই কাজ করছেন, তখন 'মাস স্পেকট্রোমেট্রি ডেটা' জোগাড় করেন গবেষকরা। তখনই ধরা পড়ে, 'ইনডোর এয়ার কোয়ালিটি' দ্রুত পাল্টে যাচ্ছে।
হেয়ার প্রোডাক্টের ধরন, চুলের দৈর্ঘ, এবং হেয়ার স্টাইলিংয়ের জন্য যে যন্ত্র ব্যবহার করা হচ্ছে তার বৈশিষ্ট্য ও সেখান থেকে নির্গত 'হিটের' পরিমাপও বিচার করেন গবেষকরা। তাঁদের বক্তব্য, লম্বা চুল ও 'হিট' সঙ্গে পাল্লা দিয়ে পবেড়েছে volatile organic compounds নির্গত হওয়ার মাত্রা। গবেষকদের সতর্কবার্তা, নির্দিষ্ট মাত্রার থেকে এটি বেশি পরিমাণে নির্গত হতে থাকলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অতএব 'হিট' ব্যবহার করে চুলের স্টাইলিংয়ের আগে সতর্ক থাকা দরকার, পরামর্শ তাঁদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -