আপনি কি অন্তঃসত্ত্বা? যে লক্ষণগুলি জানান দেবে হবু মাকে

ছবি সৌজন্যে: পিক্সাবে

1/9
বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই সময়ে খাদ্যাভ্যাস পরিবর্তন হতে পারে হবু মায়ের।
2/9
ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া অন্তঃসত্ত্বা হওয়ার অন্যতম লক্ষণ
3/9
এই সময়ে স্তনের আকারে পরিবর্তন হতে পারে। পাশাপাশি হবু মায়েরা স্তনের অবস্থার পরিবর্তনও লক্ষ করে থাকবেন।
4/9
ঋতুস্রাব ইত্যাদির মতো কোনও কারণ ছাড়াই পেটে ব্যথা হতে পারে মাঝে মাঝে। যদিও এতে ভয়ের কোনও কারণ নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।
5/9
মুড সুইং গর্ভাবস্থার অন্যতম বিষয়। হবু মায়েদের মনের অবস্থার ঘন ঘ পরিবর্তন হতে পারে।
6/9
বারবার বমি পেতে পারে গর্ভাবস্থা শুরুর আগেও। কোনও খাবার খেলেই এই অনুভুতি আসতে পারে।
7/9
iমাথার যন্ত্রণা এই সময়ের নিত্যসঙ্গী। সারাদিন মাথা ধরে থাকা ইত্যাদি একাধিক সমস্যা হতে পারে।
8/9
বারবার খিদে পেতে পারে হবু মায়েদের। শরীরের পরিবর্তনের কারণেই এই পরিবর্তন বলে জানিয়েছেন।
9/9
image 9
Sponsored Links by Taboola