আপনি কি অন্তঃসত্ত্বা? যে লক্ষণগুলি জানান দেবে হবু মাকে
বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই সময়ে খাদ্যাভ্যাস পরিবর্তন হতে পারে হবু মায়ের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া অন্তঃসত্ত্বা হওয়ার অন্যতম লক্ষণ
এই সময়ে স্তনের আকারে পরিবর্তন হতে পারে। পাশাপাশি হবু মায়েরা স্তনের অবস্থার পরিবর্তনও লক্ষ করে থাকবেন।
ঋতুস্রাব ইত্যাদির মতো কোনও কারণ ছাড়াই পেটে ব্যথা হতে পারে মাঝে মাঝে। যদিও এতে ভয়ের কোনও কারণ নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।
মুড সুইং গর্ভাবস্থার অন্যতম বিষয়। হবু মায়েদের মনের অবস্থার ঘন ঘ পরিবর্তন হতে পারে।
বারবার বমি পেতে পারে গর্ভাবস্থা শুরুর আগেও। কোনও খাবার খেলেই এই অনুভুতি আসতে পারে।
iমাথার যন্ত্রণা এই সময়ের নিত্যসঙ্গী। সারাদিন মাথা ধরে থাকা ইত্যাদি একাধিক সমস্যা হতে পারে।
বারবার খিদে পেতে পারে হবু মায়েদের। শরীরের পরিবর্তনের কারণেই এই পরিবর্তন বলে জানিয়েছেন।
image 9
- - - - - - - - - Advertisement - - - - - - - - -