Essential Travel Foods: চলন্ত ট্রেনে বা পাহাড়ি রাস্তায়, হঠাৎ খিদে মেটাতে সঙ্গে রাখুন এই খাবারগুলো
ঘুরতে বেরিয়ে সঙ্গে রাখবেন কোন কোন খাবার?
1/10
কোথাও ঘুরতে গেলে পথে খাওয়ার জন্য ঠিকঠাক খাবার সঙ্গে থাকা প্রয়োজনীয়। অজানা অচেনা জায়গায় খাবার কোথায় পাবেন সে তো জানা নেই।
2/10
ট্র্যাভেল করার সময় এমন খাবার সঙ্গে রাখা উচিত যা তৈরি করতে, ব্যাগে রাখতে এবং খেতে সহজ হবে।
3/10
সাধারণত অনেকেই এমন ক্ষেত্রে স্যান্ডউইচের ওপর ভরসা করেন। কিন্তু এছাড়াও বেশ কিছু অপশন আছে।
4/10
আপনাদের জন্য রইল কিছু স্বাস্থ্যকর ও সহজে বহন করা যায় এমন খাবারের তালিকা।
5/10
ট্রেল মিক্স: এক ধরনের স্ন্যাক্স যাতে বিভিন্ন রকমের বাদাম, শুকনো ফল, চকোলেট ইত্যাদি থাকে। এই ধরনের খাবারে প্রচুর ফাইবার থাকে। বাড়িতে তৈরি করে নেওয়াও খুব সহজ।
6/10
প্রোটিন বার: একটা প্রোটিন বার পেট তো ভরায়ই, সেইসঙ্গে এগুলি পুষ্টিগুণেও ভরপুর। এতে ফাইবার, প্রোটিন ও কার্বোহাইড্রেট থাকে।
7/10
দই: ঘুরতে গিয়ে শরীর স্বাস্থ্য ভাল রাখতে দই খাওয়া প্রয়োজন। এতে পেটও ভরবে, খাওয়াও সহজ। এখন তো প্যাকেজড দইও পাওয়া যায় ফলে সঙ্গে রাখতেও সমস্যা হবে না।
8/10
ফল: যে কোনও ফল সঙ্গে রাখতে পারেন। প্রয়োজনে দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।
9/10
স্ট্রিং চিজ: প্রোটিন ও ক্যালশিয়ামে ভরপুর স্ন্যাক্সের খোঁজ করলে সঙ্গে এই স্ট্রিং চিজ রাখুন। ক্র্যাকার, স্যালাড সবকিছুর সঙ্গে খেতে পারবেন। তবে হ্যাঁ প্রয়োজনের বেশি খেয়ে ফেলবেন না।
10/10
হামাস: কাবলি ছোলা দিয়ে তৈরি একটি ডিশ। পুষ্টিগত গুণে ভরপুর। সঙ্গে সবজি দিয়েও তৈরি করতে পারেন।
Published at : 27 Oct 2021 03:48 PM (IST)