Travel Safety Tips: বেড়াতে যাচ্ছেন? এই নিয়মগুলি মনে রেখেছেন তো?
Lifestyle Tips: সকালে ঘুম ভাঙা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কম-বেশি প্রত্যেক দিন সেই ধরাবাঁধা জীবন। অন্য কোনও সমস্যা না থাকলেও স্রেফ একঘেঁয়েমি কাটাতেই বেরিয়ে পড়তে ইচ্ছা জাগে মাঝেমধ্যে।
বেড়াতে গিয়ে কোন বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন?
1/8
সকালে ঘুম ভাঙা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কম-বেশি প্রত্যেক দিন সেই ধরাবাঁধা জীবন। অন্য কোনও সমস্যা না থাকলেও স্রেফ একঘেঁয়েমি কাটাতেই বেরিয়ে পড়তে ইচ্ছা জাগে মাঝেমধ্যে।
2/8
পাহাড় থেকে সমুদ্র বা জঙ্গল। এ দুনিয়ায় সুন্দর ঘোরার জায়গার অভাব নেই। কিন্তু স্রেফ বেরিয়ে পড়লেই হল না। সঙ্গে বেশ কিছু বিষয় মাথায় রাখাও দরকার।
3/8
বেড়াতে বেরোলেই প্রথম যেটা মাথায় রাখা দরকার, তা হল নিরাপত্তা। অচেনা-অজানা জায়গায় কী ভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে?
4/8
প্রথমত, বন্ধু ও পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। কবে কোথায় যাবেন, সেই সফরসূচি তাঁদের জানিয়ে রাখুন। বিশেষত আপনি যদি একা সফর করেন, তা হলে সব খুঁটিনাটি জানাতে থাকুন।
5/8
বেড়ানোর জন্য যে টাকা সঙ্গে নিয়ে যাচ্ছেন, কখনওই তা কোনও একটা জায়গায় রাখবেন না।
6/8
কোনও কারণে টাকার ওয়ালেট খোওয়া গেলে বেড়াতে গিয়ে চূড়ান্ত অসুবিধায় পড়তে পারেন। তাই একাধিক জায়গায় টাকাপয়সা ছড়িয়ে রাখুন।
7/8
ভোটার আইডি হোক, প্যান, আধার বা পাসপোর্ট-ভিসা, সমস্ত গুরুত্বপূর্ণ নথির অতিরিক্ত কপি বানিয়ে রাখুন। আই-ক্লাউডেও নথিগুলি স্টোর করে রাখবেন।
8/8
ব্যাকপ্যাকে 'ফার্স্ট এড' কিট অতি অবশ্যই নিয়ে যান। জ্বর, মাথাব্যথা, পেটখারাপ, বমির ওষুধ থেকে ছোটখাটো চোটের মলম, ক্রেপ, ব্যান্ডেড, সাবান ইত্যাদি যেন থাকে তাতে।
Published at : 18 Aug 2022 08:25 PM (IST)