Travel Safety Tips: বেড়াতে যাচ্ছেন? এই নিয়মগুলি মনে রেখেছেন তো?
সকালে ঘুম ভাঙা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কম-বেশি প্রত্যেক দিন সেই ধরাবাঁধা জীবন। অন্য কোনও সমস্যা না থাকলেও স্রেফ একঘেঁয়েমি কাটাতেই বেরিয়ে পড়তে ইচ্ছা জাগে মাঝেমধ্যে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাহাড় থেকে সমুদ্র বা জঙ্গল। এ দুনিয়ায় সুন্দর ঘোরার জায়গার অভাব নেই। কিন্তু স্রেফ বেরিয়ে পড়লেই হল না। সঙ্গে বেশ কিছু বিষয় মাথায় রাখাও দরকার।
বেড়াতে বেরোলেই প্রথম যেটা মাথায় রাখা দরকার, তা হল নিরাপত্তা। অচেনা-অজানা জায়গায় কী ভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে?
প্রথমত, বন্ধু ও পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। কবে কোথায় যাবেন, সেই সফরসূচি তাঁদের জানিয়ে রাখুন। বিশেষত আপনি যদি একা সফর করেন, তা হলে সব খুঁটিনাটি জানাতে থাকুন।
বেড়ানোর জন্য যে টাকা সঙ্গে নিয়ে যাচ্ছেন, কখনওই তা কোনও একটা জায়গায় রাখবেন না।
কোনও কারণে টাকার ওয়ালেট খোওয়া গেলে বেড়াতে গিয়ে চূড়ান্ত অসুবিধায় পড়তে পারেন। তাই একাধিক জায়গায় টাকাপয়সা ছড়িয়ে রাখুন।
ভোটার আইডি হোক, প্যান, আধার বা পাসপোর্ট-ভিসা, সমস্ত গুরুত্বপূর্ণ নথির অতিরিক্ত কপি বানিয়ে রাখুন। আই-ক্লাউডেও নথিগুলি স্টোর করে রাখবেন।
ব্যাকপ্যাকে 'ফার্স্ট এড' কিট অতি অবশ্যই নিয়ে যান। জ্বর, মাথাব্যথা, পেটখারাপ, বমির ওষুধ থেকে ছোটখাটো চোটের মলম, ক্রেপ, ব্যান্ডেড, সাবান ইত্যাদি যেন থাকে তাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -