Lifestyle:পরিস্থিতি যা-ই হোক, সঙ্গী কি শুধু আপনাকেই দোষী ভাবেন? গ্যাসলাইটিং নয়তো?

Gaslighting:গ্যাসলাইটিং। শব্দটা অনেকের কাছে চেনা হলেও বহু মানুষই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল নন। ফলে অজান্তে ঘনিষ্ঠ কারও দ্বারা গ্যাসলাইটিং-এর শিকার হলেও বোঝার উপায় থাকে না।

পরিস্থিতি যা-ই হোক, সঙ্গী কি শুধু আপনাকেই দোষী ভাবেন? গ্যাসলাইটিং নয়তো?

1/8
'গ্যাসলাইটিং'। শব্দটা অনেকের কাছে চেনা হলেও বহু মানুষই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল নন। ফলে অজান্তে ঘনিষ্ঠ কারও দ্বারা 'গ্যাসলাইটিং'-এর শিকার হলেও বোঝার উপায় থাকে না।
2/8
গ্যাসলাইটিং-র লক্ষণ চিনতে হলে আগে বুঝে নেওয়া দরকার, জিনিসটি কী। সোজা করে বললে, ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে কাছের মানুষটিই নানা ভাবে মানসিক দিক থেকে অন্যকে যে ম্যানিপুলেশন করেন, তার নাম গ্যাসলাইটিং।
3/8
কী ভাবে বুঝবেন আপনার সঙ্গীও আপনাকে এমন কিছু করছে কিনা? প্রথমত, তিনি সময়ে-অসময়ে বলতে থাকবেন, আপনি যে ভাবে ভাবনাচিন্তা করেন, যা কিছু অনুভব করেন তা ঠিক নয়।
4/8
আপনার আবেগ বা চাহিদার কথা সম্পূর্ণ উড়িয়ে দেবেন। এমন কথা যা হয়তো আপনি বলেননি বা করেননি, তা বিশ্বাস করতে বাধ্য করবেন আপনাকে।
5/8
কখনও যদি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন, তা হলে আপনাকেই 'আবেগপ্রবণ পাগল' বলে প্রমাণ করতে চাইবেন তাঁরা।
6/8
কোনও ঘটনার তাঁদের মুড বা আচরণের জন্য আপনার দিকে আঙুল তোলাই দস্তুর এই ধরনের লোকজনের ক্ষেত্রে।
7/8
কোনও গাফিলতি বা আলটপকা মন্তব্যের প্রমাণ দেখালেও সেটা মানতে না চাওয়ার প্রবণতা রয়েছে এই ধরনের মানুষের মধ্যে।
8/8
কোন পরিস্থিতিতে কী ধরনের অনুভূতি হওয়া উচিত, সেটাও আপনাকে বলে দিতে চান ওঁরা। মোটের উপর সঙ্গীর ভাবনাচিন্তা থেকে আবেগ, সবের উপরই যেনতেনপ্রকারেণ নিয়ন্ত্রণ রাখাই একমাত্র লক্ষ্য 'গ্যাসলাইটিং'-র নেপথ্য কারিগরদের। তাই এই লক্ষণগুলি নিয়মিত টের পেতে থাকলে সজাগ হোন।
Sponsored Links by Taboola