Detox Foods For Healthy Skin : উৎসবে বেলাগাম খাওয়া-দাওয়া, ত্বকের জেল্লা ফেরাতে ভরসা থাকুক এই খাবারগুলোয়
ABP Ananda
Updated at:
02 Nov 2022 03:45 PM (IST)
1
ফলের রস বা স্মুথি- শরীরকে দেয় প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস। সাহায্য করে ত্বকের জেল্লা ফেরাতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ঘরে বিভিন্ন মরসুমি ফল থেকে সহজেই বানিয়ে নিতে পারবেন স্মুথি বা ফলের রস।
3
শাক-সবজি- ফল, শাক-সবজি খাওয়ায় জোর দিন।
4
প্রয়োজনীয় ভিটামিন, জিঙ্ক সহ একাধিক উপাদান পাবে ত্বক।
5
ড্রাই ফ্রুটস- কাজু, কিসমিশ ছাড়াও ড্রাই ফ্রুটস ত্বককে করে তুলবে তরতাজা।
6
নাটস- অল্প ড্রাই ফ্রুটস ও নাটস দিয়ে সকালের শুরু করলে পেটও থাকবে ভর্তি, ত্বকেরও হবে উপকার।
7
আদা- অ্যান্টি অক্সিডেন্টে ঠাসা। রক্ত চলাচলে উপকারী।
8
লেবু- দিনের শুরুতে থাক লেবু,বডি ডিটস্ক করতে সাহায্য করবে।
9
ভিটামিন সি সমৃদ্ধ ফল- আপেল, কমলালেবু, তরমুজ, স্ট্রবেরি।
10
শরীরকে ডিটক্স করবে,সঙ্গে উপকারী উপাদানে জেল্লা বাড়বে ত্বকের।
NEXT
PREV
লাইফস্টাইল (lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -