Food Tips: আম কি গাছপাকা? নাকি ব্যবহার হয়েছে রাসায়নিক? বুঝবেন কীভাবে?

Mango Facts:কোনটা রাসায়নিক দিয়ে পাকানো আম, আর কোনটা তা নয়, কীভাবে বোঝা যাবে?

প্রতীকি চিত্র

1/9
আমের মরসুম শুরু হয়ে গিয়েছে। বাজারে পাকা আম চলেও এসেছে। কিন্তু সবই কী গাছ পাকা আম?
2/9
এই সময়ে বাজারজাত করার জন্য রাসায়নিক দিয়ে আম পাকানো হয়। দেখতে পাকা আম মনে হলেও স্বাদে তার ধারেকাছে যায় না এগুলো।
3/9
কোনটা রাসায়নিক দিয়ে পাকানো আম, আর কোনটা তা নয়, কীভাবে বোঝা যাবে?
4/9
অনেকে বলে থাকেন, আমের চেহারা এবং গন্ধ থেকেই অনেকটা আন্দাজ করা যায়। টিপে দেখা যায় সহজেই আমের গায়ে গর্ত হয়ে যাচ্ছে কি না।
5/9
ডালের সঙ্গে যে অংশ লেগে থাকে, সেদিকটা খেয়াল করুন। ফোলাভাব রয়েছে কিনা। আমের গঠন প্রায় গোলাকার কিনা। তাহলে সেটাই বাছুন।
6/9
আরও কিছু পরীক্ষা রয়েছে যার মাধ্যমে বোঝা যেতে পারে কোনও আম রাসায়নিকের মাধ্যমে পাকানো হয়েছে কিনা।
7/9
আমগুলো প্রথমে এক বালতি জলের মধ্যে ডুবিয়ে রাখুন। ঘরের তাপমাত্রার অনুযায়ী বালতিভর্তি জল নিলেই হবে।
8/9
যদি সেই আমগুলো ওই বালতির জলে ডুবে যায়। পুরোটা ডুবে যায় অথবা প্রায় গোটা আমই ডুবে যায় তাহলে ওই আমগুলি প্রাকৃতিকভাবেই পেকেছে।
9/9
আমগুলি যদি না ডুবে বালতির জলে ভেসে থাকে। তাহলে সেগুলো কৃত্রিমভাবে পাকানো হয়েছে। অনেকসময় আমের ভিতর পোকা থাকলেও আম ডোবে না।
Sponsored Links by Taboola