Benefits of Lemon : রক্তচাপ নিয়ন্ত্রণে আনা থেকে হজম ক্ষমতা বাড়ানো, আর কী গুণ রয়েছে লেবুর ?
গরম জলে লেবুর রস মিশিয়ে পান করলে হজম ক্ষমতা বাড়ে(ছবি সৌজন্যে : Pixabay)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিয়মিত লেবু খেলে শরীরের ওজন কমে(ছবি সৌজন্যে : Pixabay)।
মশার কামড় থেকে যে চুলকানি বা জ্বালা হয়, তা কমাতে সাহায্য করে। কটন ব্যবহার করে মশা কামড়ানোর জায়গায় লেবুর রস প্রয়োগ করুন(ছবি সৌজন্যে : Pixabay)।
ভিটামিন ছাড়াও, লেবুতে খনিজ আছে। যার জেরে শক্তি বাড়ে(ছবি সৌজন্যে : Pixabay)।
শরীরে দৈনন্দিন ভিটামিন সি-র প্রয়োজন মেটায় (ছবি সৌজন্যে : Pixabay)।
লেবু পটাসিয়াম সমৃদ্ধ। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে(ছবি সৌজন্যে : Pixabay)।
লেবুতে রয়েছে ক্ষার। তাই অ্যাসিডিটি বা অম্লতা কমাতে সাহায্য করে(ছবি সৌজন্যে : Pixabay)।
চামড়ার ক্ষত সারাতে সাহায্য করতে পারে লেবুর জুস(ছবি সৌজন্যে : Pixabay)।
লেবুর রস কালো দাগ মেটাতে সাহায্য করে(ছবি সৌজন্যে : Pixabay)।
মাথায় আধখানা লেবুর রস প্রয়োগ করুন। মিনিট পাঁচেক মাসাজ করুন। আরও ১০ মিনিট ছেড়ে রাখুন। পরে শ্যাম্পু দিয়ে ধীরে ধীরে ধুয়ে ফেলুন। চুলে চকচকে ভাব আসবে(ছবি সৌজন্যে : Pixabay)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -