Cucumber for Skin Care: ত্বক বাঁচাবে এই ফল, রয়েছে হাতের কাছেই
প্রতীকী ছবি
1/10
গরমকালে ত্বকের হাজারটা সমস্যা হয়। রোদে-তাপে ত্বকের নানারকম ক্ষতিও হয়। সেই ক্ষতি থেকে বাঁচতে সহায় প্রাকৃতিক জিনিসই।
2/10
শসা। বহুপরিচিত এই ফল প্রতিদিনের জীবনেই ব্যবহার হয়ে থাকে। স্যালাড থেকে রায়তা--কিংবা যেকোনও সময় পেট ভরাতে জুড়ি নেই শসার।
3/10
শুধু খাওয়াই নয়, অন্যভাবেও ব্যবহার হয় শসা। ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হওয়ায় ঘরোয়া রূপচর্চার কাজেও ব্যবহার হয় শসা।
4/10
শসায় ৯০ শতাংশেরও বেশি অংশ আদতে জল। তা ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে। ত্বকের নানা প্রদাহজনিত সমস্যা কমায়।
5/10
শসায় ভরপুর ভিটামিন রয়েছে। রয়েছে ফলিক অ্যাসিডও। এগুলোর সঙ্গেই অ্যান্টি অক্সিড্যান্ট থাকায় ত্বকের স্বাস্থ্য ফেরাতে কাজ করে শসা।
6/10
ব্রণ বা ফুসকুড়ি কমাতে কাজে লাগে শসা। বেশি তেলতেলে ত্বকে ময়লা জমার সম্ভাবনা বেশি থাকে। তাহলে ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভাবনাও বাড়ে। তখনই ব্রণ বা ফুসকুড়ি হয়ে থাকে।
7/10
শসার টুকরো বা পেস্ট করে তা দিয়ে মুখের ত্বক পরিষ্কার করলে অতিরিক্ত তেল ও ময়লা সাফ হয়ে যায়। ফলে দূরে থাকে ব্রণর সমস্যা।
8/10
শসা ত্বক আর্দ্র রাখে। শসায় ভিটামিন ও নানা খনিজ পদার্থ থাকায় শসার রস মাখলে সার্বিকভাবে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে।
9/10
ক্লান্তি থাকলে সবার আগে তার ছাপ পড়ে মুখে। জেল্লা কমে যায়। শসার টুকরো গোল করে কেটে চোখের উপর রেখে বিশ্রাম নেওয়া যায়। কম ক্লান্তির ছাপ।
10/10
বিভিন্ন ফেস প্যাক, ফেস মাস্কে ব্যবহার হয় শসা। বিউটিপার্লার হোক বা ঘরোয়া পদ্ধতি, রূপচর্চায় সব জায়গাতেই ব্যবহার হয় এই ফল। ছবি: pixabay
Published at : 25 Mar 2022 03:17 PM (IST)