Grey Hair Secrets: পাকা চুল দেখামাত্র তুলে ফেলেন! হতে পারে মারাত্মক বিপদ

Hair Care: পাকা চুল দেখলেই তুলে ফেলেন! বারণ করছেন বিশেষজ্ঞরা। তার বদলে কী করবেন জেনে নিন।

ছবি: ফ্রিপিক।

1/10
বয়সের প্রভাব চেহারায় পড়তে বাধ্য। আবার অনেক সময় আবার উল্টোটাও ঘটে। অল্প বয়সেই চুল পেকে যায় অনেকের। কিন্তু মাথায় এদিক ওদিক পাকা চুল দেখামাত্র তুলতে যাবেন না যেন!
2/10
বয়স বাড়ার সঙ্গে চুল পাকা স্বাভাবিক। সেই সময়ও অস্বস্তি তৈরি হয়। ছোটবেলায় তা নিয়ে প্রবীণদের কত উশখুশই না করেত দেখেছি আমরা। আয়না দেখে চুল তুলে ফেলার দৃশ্য আমাদের সকলেরই চেনা।
3/10
তবে চুল পাকার আরও যে কারণ গুলি রয়েছে, তা হল—ভিটামিন বি১২-এর ঘাটতি। এতে বার্ধক্যের পৌঁছনোর আগেই পেকে যেতে পারে চুল।
4/10
ভিটিলিগোর মতো রোগের ক্ষেত্রেও অসময়ে চুল পাকতে পারে। এ ক্ষেত্রে মেলানিন উৎপন্নকারী কোষগুলি শূন্য হয়ে যায়। তাতে চুল পেকে যায় অসময়ে।
5/10
থাইরয়েডের সমস্যায় ভোগেন যাঁরা, অসময়ে চুল পাকার সমস্যায় পড়তে পারেন তাঁরাও। এটা যদিও সাময়িক। চিকিৎসা শুরু হলে সুরাহা মেলে।
6/10
আবার ধূমপান, অতিরিক্ত দুশ্চিন্তা, অনিদ্রার কারণেও পেকে যেতে পারে চুল। এতে সময়ের আগে চুল তো পাকেই, বার্ধক্যের ছাপ আরও বেশি করে ফুটে ওঠে চেহারায়।
7/10
এ সমস্ত ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিজে নিজে পাকা চুল তুলে দেওয়ায় ঘোর আপত্তি তাঁদের। একটি পাকা চুল তুললে আরও চুল পেকে যাবে, এই ধারণা ভুল।
8/10
বরং বিশেষজ্ঞদের মতে, এতে ফলিকল সংক্রমিত হতে পারে। তুলে নেওয়া চুলের জায়গায় ফুসকুড়ি গজিয়ে উঠতে পারে। তা থেকে অস্বস্তি বোধ তৈরি হতে পারে। নখ বা চিরুনি পড়লে ক্ষতও তৈরি হতে পারে।
9/10
পাকা চুল তুলতে শুরু করলে চুল পড়ার গতিও বেড়ে যেতে পারে। চুল তোলার অভ্যাস থেকেই অ্যালোপেচিয়া রোগের সূত্রপাত ঘটে। টানটান করে চুল বাঁধার ফলেও ওঠে।
10/10
তাই পাকা চুল দেখামাত্র, তা না তুলে ফেলে, কাঁচি দিয়ে কেটে নেওয়া যেতে পারে। অনেক চুল একসঙ্গে পাকলে কলপ করে নিন।
Sponsored Links by Taboola