Lifestyle Tips: চোখের যত্ন নিতে সহজ টিপস!

Eye Care: দেখো রে, নয়ন মেলে জগতের বাহার--- বিখ্যাত গানটি মনে পড়ে? চোখ ভাল না থাকলে জগৎ সব অর্থেই যেন অন্ধকার। কিন্তু এই চোখের জন্য কতটুকু যত্নশীল আমরা?

চোখের যত্ন নেবেন কী ভাবে?

1/8
'দেখো রে, নয়ন মেলে জগতের বাহার'--- বিখ্যাত গানটি মনে পড়ে? চোখ ভাল না থাকলে জগৎ সব অর্থেই যেন অন্ধকার। কিন্তু এই চোখের জন্য কতটুকু যত্নশীল আমরা?
2/8
কাজের জন্য কম্পিউটার থেকে ল্যাপটপ, আর বিনোদনের জন্য মোবাইল--দিনভর নানা ধরনের রশ্মি ঢুকতে থাকে চোখে। কী ভাবে বাঁচাবেন এই অত্যন্ত জরুরি অঙ্গটিকে?
3/8
এক্সারসাইজ--অত্যন্ত জরুরি। রানিং, সুইমিং বা সাইক্লিং-আপনার পছন্দমতো যে কোনও শারীরিক কসরতের পন্থা বেছে নিন। প্রত্যেক দিন অন্তত মিনিট কুড়ি দিতেই হবে এতে।
4/8
চোখে যদি পাওয়ার থাকে তা হলে নিয়মিত তা পরীক্ষা করান। পাওয়ারের হেরফের হলে দ্রুত সেই অনুযায়ী চশমা বদলানো জরুরি।
5/8
ডিম লাইট বা মোমবাতির আলো দেখতে সুন্দর হতে পারে, কিন্তু বই পড়ার জন্য একেবারে আদর্শ নয়। সে জন্য তুলনামূলক ভাবে পড়ার জায়গাটি আরও বেশি আলোকিত রাখুন।
6/8
বাইরে বেরোলে সান-গ্লাস ভুলবেন না। সূর্যের কড়া আলো থেকে চোখ বাঁচাতে অত্য়ন্ত জরুরি এটি।
7/8
ওমেগা-থ্রি, ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে। বিশেষত ফল ও সবজি যাতে এই দুটি খাদ্যগুণ রয়েছে, সেগুলি খাদ্যতালিকায় অবশ্যই রাখুন।
8/8
বাড়াবাড়ি শারীরিক পরিশ্রম চোখের উপরও প্রভাব ফেলে। তাই সার্বিক ভাবে বিশ্রাম নিলে চোখও কিছুটা স্বস্তি ফিরে পায়। দৃষ্টির যত্নে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস।
Sponsored Links by Taboola