Lifestyle:নিরিবিলি সৈকতের খোঁজ করছেন গোয়ায়? রইল হদিস
চোখধাঁধানো সৈকত হোক বা পার্টির হুল্লোড়, গোয়া মানেই পর্যটকদের কাছে বড় আকর্ষণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু অপেক্ষাকৃত শান্ত, ছিমছাম সমুদ্রসৈকত কি একেবারেই নেই এখানে?
একবার 'বাটারফ্লাই বিচ' ঘুরে দেখে আসতে পারেন। দক্ষিণ গোয়ায় একটু বিচ্ছিন্ন অবস্থায় থাকা এই সৈকতে পৌঁছতে হলে নৌকো করে কিছুটা যেতে হয়। তার পর শুধুই সমুদ্রের আওয়াজ।
'কোলা বিচ'-ও ঘুরে দেখতে পারেন। এটিও দক্ষিণ গোয়ায়। শান্ত এই সৈকতে আপনাকে কেউ বিরক্ত করবে না।
'গলগিবাগা বিচ'-এ কখনও গিয়েছেন? প্রকৃতি এখানে অকৃপণ। চিৎকার-চেঁচামেচিও নেই বললেই চলে।
'মরজিম বিচ'-র কথাও ভাবতে পারেন। অজস্র পাখির আনাগোনা এই সৈকতের অন্যতম ইউএসপি।
'কাকোলেম বিচ'-এ না এসে থাকলে গোয়ার অন্যতম গোপন সৌন্দর্য অদেখাই থেকে যাবে। খাড়া পাথুরে দেওয়াল এই সৈকতের অন্যতম বৈশিষ্ট্য।
'আগোন্ডা বিচ' এবং 'আশওয়েম বিচ', ঘুরে দেখতে পারেন এই দুটি জায়গাও। নিরিবিলি সৈকতদুটিতে গোয়ার অন্য ছবি খুঁজে পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -