Lifestyle:নিরিবিলি সৈকতের খোঁজ করছেন গোয়ায়? রইল হদিস

Quiet Travel Destinations Of Goa:চোখধাঁধানো সৈকত হোক বা পার্টির হুল্লোড়, গোয়া মানেই পর্যটকদের কাছে বড় আকর্ষণ। কিন্তু অপেক্ষাকৃত শান্ত, ছিমছাম সমুদ্রসৈকত কি একেবারেই নেই এখানে?

নিরিবিলি সৈকতের খোঁজ করছেন গোয়ায়? রইল হদিস

1/8
চোখধাঁধানো সৈকত হোক বা পার্টির হুল্লোড়, গোয়া মানেই পর্যটকদের কাছে বড় আকর্ষণ।
2/8
কিন্তু অপেক্ষাকৃত শান্ত, ছিমছাম সমুদ্রসৈকত কি একেবারেই নেই এখানে?
3/8
একবার 'বাটারফ্লাই বিচ' ঘুরে দেখে আসতে পারেন। দক্ষিণ গোয়ায় একটু বিচ্ছিন্ন অবস্থায় থাকা এই সৈকতে পৌঁছতে হলে নৌকো করে কিছুটা যেতে হয়। তার পর শুধুই সমুদ্রের আওয়াজ।
4/8
'কোলা বিচ'-ও ঘুরে দেখতে পারেন। এটিও দক্ষিণ গোয়ায়। শান্ত এই সৈকতে আপনাকে কেউ বিরক্ত করবে না।
5/8
'গলগিবাগা বিচ'-এ কখনও গিয়েছেন? প্রকৃতি এখানে অকৃপণ। চিৎকার-চেঁচামেচিও নেই বললেই চলে।
6/8
'মরজিম বিচ'-র কথাও ভাবতে পারেন। অজস্র পাখির আনাগোনা এই সৈকতের অন্যতম ইউএসপি।
7/8
'কাকোলেম বিচ'-এ না এসে থাকলে গোয়ার অন্যতম গোপন সৌন্দর্য অদেখাই থেকে যাবে। খাড়া পাথুরে দেওয়াল এই সৈকতের অন্যতম বৈশিষ্ট্য।
8/8
'আগোন্ডা বিচ' এবং 'আশওয়েম বিচ', ঘুরে দেখতে পারেন এই দুটি জায়গাও। নিরিবিলি সৈকতদুটিতে গোয়ার অন্য ছবি খুঁজে পাবেন।
Sponsored Links by Taboola