Fathers Day 2023: কোথা থেকে শুরু বিশ্ব পিতৃদিবস? ফিরে দেখা
কেউ স্বভাবগম্ভীর, কেউ বা আবার বন্ধুর মতো। কেউ যেন ভীষণ কড়া, কেউ আবার জীবনের সেরা শিক্ষক। সন্তানের কাছেই বাবা মানে অনন্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ, ১৮ জুন, ওয়ার্ল্ড ফাদার্স ডে। সন্তানের আঙুল ধরে হাঁটতে শেখানো থেকে শুরু করে চোট-আঘাত সহ্য করে এগিয়ে যাওয়ার প্রখম পাঠ যাঁর কাছ থেকে আসে, সেই বাবাদের উদযাপনের দিন।
তবে দিনটির সুনির্দিষ্ট ইতিহাস রয়েছে। এক শতাব্দী আগেকার কথা। উইলিয়াম স্মার্ট নামে মার্কিন গৃহযুদ্ধের এক 'নায়ক'-র স্মৃতিতে তাঁর জন্মদিন, অর্থাৎ ৫ জুন দিনটিতেই 'ফাদার্স ডে' স্বীকৃতি চেয়েছিলেন মেয়ে সোনোরা স্মার্ট ডড।
ছয় সন্তানকে একা হাতে বড় করে তুলেছিলেন উইলিয়াম স্মার্ট। সেই উদ্য়োগকে কুর্নিশ জানাতেই তাঁর জন্মদিনটিকে 'ফাদার্স ডে' হিসেবে চিহ্নিত করতে চেয়েছিলেন মেয়ে।
কিন্তু এই মর্মে চার্চ ও পাদ্রীর কাছে আবেদন জানালে তা প্রথম দফায় খারিজ হয়ে যায়।
অবশেষে, ১৯১০ সালে ঠিক হয়, জুন মাসের তৃতীয় রবিবার 'ফাদার্স ডে' হিসেবে উদযাপন করা হবে।।
এর জন্য অবশ্য বিস্তর আন্দোলন করতে হয় সোনোরা স্মার্ট ডড-কে। এগিয়ে আসেন স্থানীয় গির্জার সদস্যরাও।
১৯১৬ সালের মধ্যে দিনটি ঘিরে উদযাপন এত ছড়িয়ে পড়ে, যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টে উড্রো উইলসন ওয়াশিংটনের স্পোকেন অর্থাৎ সোনোরার নিজের শহরে এটি উদযাপন করেন। ধীরে ধীরে বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয় হয়ে ওঠে ফাদার্স ডে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -