Lifestyle:কেন উদযাপন হয় বন্ধুত্বের দিন? একনজরে ইতিহাস ও তাৎপর্য
আনন্দের মুহূর্ত হোক বা ভেঙে পড়ার সময়, বন্ধু মানে কাঁধে একটা ভরসার হাত। এমন সম্পর্ক উদযাপনের জন্যই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস যা সাধারণ ভাবে ৩০ জুলাই পালন করা হয়ে থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে ভারত, বাংলাদেশ, আমেরিকা-সহ একাধিক দেশে অগাস্টের প্রথম রবিবারটি বন্ধুত্ব উদযাপনের জন্য নির্ধারিত।
চলতি বছর তাই ভারত-সহ এই দেশগুলিতে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হবে ৬ অগাস্ট। দিন হয়তো আলাদা, কিন্তু দেশ-কাল ভেদে বন্ধু মানেই কাছের মানুষ।
২০১১ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস উদযাপনকে স্বীকৃতি দেওয়া হয়।
বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষ যাতে একে অন্যের দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে পারেন, সেটিই ছিল এই উদ্যোগের লক্ষ্য।
রাষ্ট্রপুঞ্জের মতে, এখনও বিশ্বের নানা প্রান্তে দারিদ্র্য, মানবাধিকার লঙ্ঘন, শোষণের মতো ঘটনা ভূরি ভূরি ঘটে চলেছে।
এমন আবহে পারস্পরিক বিশ্বাস ও ভরসার বাতাবরণ তৈরি করতেই এই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস উদযাপনে স্বীকৃতি দেয় রাষ্ট্রপুঞ্জ।
মূল লক্ষ্য একটাই। হিংসা ও সংঘাতের পরিবেশ পাল্টে দিয়ে শান্তি নিয়ে আসা। বন্ধু ছাড়া আর কে-ই বা এই কাজ সবচেয়ে ভাল করতে পারে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -