National Nutrition Week:আজ থেকে শুরু National Nutrition Week
আজ, ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে National Nutrition Week। প্রত্যেক বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এটি পালন করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেমিনার, ওয়ার্কশপ, বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হয় গোটা সপ্তাহজুড়ে।
মূল লক্ষ্য একটাই। সাধারণ মানুষের মধ্যে পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব প্রচার করা।
১৯৭৫ সালে প্রথম আমেরিকায় 'ন্যাশনাল নিউট্রিশন উইক' পালন শুরু হয়।
ভারতে এর উদযাপন শুরু ১৯৮২ সালে। ওই বছর থেকেই পুষ্টিকর খাবারদাবার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে একাধিক উদ্যোগ নেয় ভারত সরকার।
সার্বিক ভাবে আমজনতাকে স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করাই প্রধান লক্ষ্য এই উদ্যোগগুলির।
সঠিক পুষ্টি ও স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে সচেতনতা তৈরি করার পাশাপাশি রোগ, তাদের মোকাবিলার উপায় ইত্যাদি নিয়ে প্রচার করা হয় এই সপ্তাহে।
ডায়াবিটিস, স্থূলত্ব, হৃদরোগ-সহ এমন অনেক সমস্যা যা জীবনযাপনের গণ্ডগোলে দেখা দিতে পারে, তার সম্পর্কে সমস্ত বয়সের মানুষকে সচেতনা করাও এই সপ্তাহের অন্যতম উদ্দেশ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -