Home Decor for New Year: পাল্টে যাওয়া সময়ে বদলে ফেলুন বাড়ির অন্দরসজ্জাও
গত দু’বছরে জীবনযাত্রা বদলে গিয়েছে অনেকটাই। তার মধ্যেই এগিয়ে যেতে হচ্ছে। তাই নতুন বছরে রদবদল করে নিতে পারেন অন্দরসজ্জাতেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে আড্ডাই হোক বা একান্তে সময় কাটানো, সবেতেই থাক নতুনত্বের ছোঁয়া।
ভারী আসবাবপত্র না বদলে প্রথমেই হাত দিন খুঁটিনাটি পরিবর্তনে। ড্রয়িংয়ে লম্বা ঝুলের হালকা পর্দা লাগাতে পারেন, যাতে আলো ঢুকতে পারে এবং বাতাস চলাচল করতে পারে।
ঝাঁ চকচকে আলোর দিন শেষ, আজকাল মিনিম্যালিস্টিই আকর্ষণীয়। তাই বাড়ির আলোকসজ্জায় পরিবর্তন আনতে পারেন। হালকা আলো, মনোরম পরিবেশে নিজেরও ভাল লাগবে।
সোফা-চেয়ারে ড্রয়িংরুম ভরিয়ে না ফেলে, আরামদায়ক অথচ একান্ত আড্ডার ঘর তৈরি করতে পারেন। সোফা, সেন্টার টেবিল সবই হোক ছোট। কার্পেট রাখুন। বন্ধুদের সঙ্গে হাত-পা ছড়িয়ে আড্ডা দেওয়া যাবে।
দরজায় টোকা দিয়েই বাড়িতে প্রবেশ। তাই দরজায় নতুন রঙ করাতে পারেন। অথবা বড়দিন বা বর্ষবরণে বেঁচে যাওয়া সামগ্রী দিয়ে সাজাতে পারেন দরজা। বদলে দিতে পারেন নেমপ্লেটও।
বাড়িতে অতিথি আসুন অথবা পরিবারের সকলে মিলে একসঙ্গে খাওয়াদাওয়া, ডাইনিং টেবিল মানেই গল্পগুজব। তাই চেয়ার আরামদায়ক হওয়া জরুরি। প্রিয়জনের সঙ্গে বাড়িতেই ক্যান্ডললাইট ডিনারও সেরে নিতে পারেন।
ডাইনিং টেবিলের থালা-বাসনেও নতুনত্ব আনতে পারেন। সাদামাটা প্লেটই যদিও পছন্দ করেন বেশিরভাগ মানুষ, তবে তাতে ফুল-পাতার নকশা থাকতে পারে। সাদা-সোনালীর মিশেষ রয়েছে, এমন প্লেট কিনতে পারেন।
করোনায় বাইরে যাওয়ার থেকে বাড়িতেই সময় কাটানোর প্রবণতা বেড়েছে। বইপোকা হলে তো কথাই নেই। তাই নতুন বছরে পাল্টে নিতে পারেন বইয়ের তাকটিও।
ফ্ল্যাটবাড়িতে সাধারণত বাগানের শখ পূরণ হয় না অনেকেরই। সে ক্ষেত্রে বাড়িতেই ছোট্ট বাগান গড়ে তুলতে পারেন। ক্যাকটাস, বনসাই লাগানো যেতে পারে।
বাগান না হলেও, রান্নাঘরেও আলাদা বাগান করতে পারেন। ধনেপাতা, থানকুনি, তুলসি টুকটাক গাছ লাগানো যায় সেখানেও।
কংক্রিটের শহরে নিজের বাড়ি থাকলে তো কথাই নেই। বাড়ির মধ্যে বা ছাদে বাগান-সহ আড্ডার জায়গা গড়ে তুলতে পারেন। শীতের রাতে সেখানে খাওয়া-দাওয়াও হতে পারে জমিয়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -