Home Decor for New Year: পাল্টে যাওয়া সময়ে বদলে ফেলুন বাড়ির অন্দরসজ্জাও

নতুন বছরে বদলে ফেলুন অন্দরসজ্জাও। ছবি: পিক্সাবে।

1/12
গত দু’বছরে জীবনযাত্রা বদলে গিয়েছে অনেকটাই। তার মধ্যেই এগিয়ে যেতে হচ্ছে। তাই নতুন বছরে রদবদল করে নিতে পারেন অন্দরসজ্জাতেও।
2/12
বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে আড্ডাই হোক বা একান্তে সময় কাটানো, সবেতেই থাক নতুনত্বের ছোঁয়া।
3/12
ভারী আসবাবপত্র না বদলে প্রথমেই হাত দিন খুঁটিনাটি পরিবর্তনে। ড্রয়িংয়ে লম্বা ঝুলের হালকা পর্দা লাগাতে পারেন, যাতে আলো ঢুকতে পারে এবং বাতাস চলাচল করতে পারে।
4/12
ঝাঁ চকচকে আলোর দিন শেষ, আজকাল মিনিম্যালিস্টিই আকর্ষণীয়। তাই বাড়ির আলোকসজ্জায় পরিবর্তন আনতে পারেন। হালকা আলো, মনোরম পরিবেশে নিজেরও ভাল লাগবে।
5/12
সোফা-চেয়ারে ড্রয়িংরুম ভরিয়ে না ফেলে, আরামদায়ক অথচ একান্ত আড্ডার ঘর তৈরি করতে পারেন। সোফা, সেন্টার টেবিল সবই হোক ছোট। কার্পেট রাখুন। বন্ধুদের সঙ্গে হাত-পা ছড়িয়ে আড্ডা দেওয়া যাবে।
6/12
দরজায় টোকা দিয়েই বাড়িতে প্রবেশ। তাই দরজায় নতুন রঙ করাতে পারেন। অথবা বড়দিন বা বর্ষবরণে বেঁচে যাওয়া সামগ্রী দিয়ে সাজাতে পারেন দরজা। বদলে দিতে পারেন নেমপ্লেটও।
7/12
বাড়িতে অতিথি আসুন অথবা পরিবারের সকলে মিলে একসঙ্গে খাওয়াদাওয়া, ডাইনিং টেবিল মানেই গল্পগুজব। তাই চেয়ার আরামদায়ক হওয়া জরুরি। প্রিয়জনের সঙ্গে বাড়িতেই ক্যান্ডললাইট ডিনারও সেরে নিতে পারেন।
8/12
ডাইনিং টেবিলের থালা-বাসনেও নতুনত্ব আনতে পারেন। সাদামাটা প্লেটই যদিও পছন্দ করেন বেশিরভাগ মানুষ, তবে তাতে ফুল-পাতার নকশা থাকতে পারে। সাদা-সোনালীর মিশেষ রয়েছে, এমন প্লেট কিনতে পারেন।
9/12
করোনায় বাইরে যাওয়ার থেকে বাড়িতেই সময় কাটানোর প্রবণতা বেড়েছে। বইপোকা হলে তো কথাই নেই। তাই নতুন বছরে পাল্টে নিতে পারেন বইয়ের তাকটিও।
10/12
ফ্ল্যাটবাড়িতে সাধারণত বাগানের শখ পূরণ হয় না অনেকেরই। সে ক্ষেত্রে বাড়িতেই ছোট্ট বাগান গড়ে তুলতে পারেন। ক্যাকটাস, বনসাই লাগানো যেতে পারে।
11/12
বাগান না হলেও, রান্নাঘরেও আলাদা বাগান করতে পারেন। ধনেপাতা, থানকুনি, তুলসি টুকটাক গাছ লাগানো যায় সেখানেও।
12/12
কংক্রিটের শহরে নিজের বাড়ি থাকলে তো কথাই নেই। বাড়ির মধ্যে বা ছাদে বাগান-সহ আড্ডার জায়গা গড়ে তুলতে পারেন। শীতের রাতে সেখানে খাওয়া-দাওয়াও হতে পারে জমিয়ে।
Sponsored Links by Taboola