Lifestyle:কথা চলুক, কাছে থাকুক মনের মানুষ
Art Of Communication:কাছের মানুষের সঙ্গে সম্পর্কে মাঝেমধ্যেই ভুল বোঝাবুঝি হচ্ছে? অকারণ মান-অভিমানে দূরত্ব বাড়ছে? বিশেষ মানুষটির সঙ্গে সম্পর্ক যাতে মসৃণ থাকে, সে জন্য পর্যাপ্ত কমিউনিকেশন দরকার।
কথা চলুক, কাছে থাকুক মনের মানুষ
1/8
কাছের মানুষের সঙ্গে সম্পর্কে মাঝেমধ্যেই ভুল বোঝাবুঝি হচ্ছে? অকারণ মান-অভিমানে দূরত্ব বাড়ছে?
2/8
যে কোনও সম্পর্কের মতো বিশেষ মানুষটির সঙ্গে সম্পর্ক যাতে মসৃণ থাকে, সে জন্য পর্যাপ্ত 'কমিউনিকেশন' দরকার।
3/8
ভাল 'কমিউনিকেশন'-র বা কথাবার্তা যাতে হয়, তার জন্য প্রাথমিক প্রয়োজন একে অন্যের কথা শোনা। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নিজেদের মতামত প্রকাশ করতে এতটাই ব্যস্ত থাকি যে অন্যের কথা শুনে উঠতে পারি না।
4/8
কাছের মানুষটির কথা শুনতে আপনি যে আন্তরিক ভাবে উৎসাহী, সেটি বোঝানো দরকার।
5/8
কথার মাঝে হঠাৎ অন্যমনস্ক হয়ে গেলে আপনার সঙ্গী বুঝতে পারবেন, তাঁর কথা শুনতে আপনি আদৌ ইচ্ছুক নন।
6/8
কী বলছেন তার পাশাপাশি কী ভঙ্গিতে কথা বলছেন, সেটিও খেয়াল রাখা দরকার। না হলে ভুল বোঝাবুঝি শুরু হতে পারে।
7/8
নিজের কোনও মানসিক সমস্যা থাকলে সেটির দিকেও নজর দিন যাতে কোনও ভাবে তা আপনার কাছের মানুষটিকে আঘাত না করে ফেলে।
8/8
বক্তা ও শ্রোতা. দু'পক্ষকেই একে অন্যের প্রতি সম্মান রাখতে হয়। না হলে কথাবার্তা অনর্থক। এটিও মাথায় রাখা দরকার।
Published at : 10 Apr 2023 09:46 PM (IST)