Lifestyle:দারুণ গরমের সঙ্গে যুঝবেন কী করে?

Tips To Beat The Heatwave:পশ্চিমবঙ্গ-সহ দেশের বিস্তীর্ণ অংশ তীব্র তাপপ্রবাহে ঝলসাচ্ছে। চিকিৎসকদের মতে, এই দারুণ গরম যে কোনও মুহূর্তে কাবু করতে পারে আমাকে-আপনাকে। তাই কয়েকটি দিকে খেয়াল রাখতেই হবে।

দারুণ গরমের সঙ্গে যুঝবেন কী করে?

1/8
পশ্চিমবঙ্গ-সহ দেশের বিস্তীর্ণ অংশ তীব্র তাপপ্রবাহে ঝলসাচ্ছে।
2/8
চিকিৎসকদের মতে, এই দারুণ গরম যে কোনও মুহূর্তে কাবু করতে পারে আমাকে-আপনাকে। তাই কয়েকটি দিকে খেয়াল রাখতেই হবে।
3/8
খাওয়াদাওয়া একদম হালকা করতে হবে। সারা দিনই হালকা খাবার খেলে ভাল কারণ এই সময় খাবার হজমে সময় বেশি লাগে।
4/8
হালকা, সুতির জামাকাপড় পরা দরকার। রং-ও যেন হালকা হয়। হাত-পা ঢাকা থাকলে আরও ভাল।
5/8
বাইরে বেরোলে সানস্ক্রিন লোশন অবশ্যই ব্যবহার করা দরকার।
6/8
জল তো বটেই, পাশাপাশি প্রচুর পানীয় সেবন করুন। লস্যি, লেবুর জলের মতো পানীয় যেন অবশ্যই তালিকায় থাকে।
7/8
তবে সোডা, সুগারেটেড ওয়াটার এবং মদ এই সময়টা একদম না সেবন করলেই ভাল।
8/8
রোদ চড়া হয়ে গেলে বাইরে না বেরোনোই ভাল। একান্তই বেরোলে টুপি ও ছাতা অবশ্যই ব্যবহার করতে হবে।
Sponsored Links by Taboola