Lifestyle:পোষ্যের মন ভালো রাখবেন কী করে?
Pet Trauma:পোষ্য রয়েছে? কিন্তু তার মনের হদিস রাখেন?বহু ক্ষেত্রে আপনার পোষ্যটিও ট্রমা-র শিকার হয়ে থাকতে পারে।শারীরিক বা মানসিক, যে কোনও ধরনের ট্রমা-ই তার আচরণ প্রভাবিত করতে পারে।
পোষ্যের মন ভালো রাখবেন কী করে?
1/8
পোষ্য রয়েছে? কিন্তু তার মনের হদিস রাখেন?
2/8
বহু ক্ষেত্রে আপনার পোষ্যটিও 'ট্রমা'-র শিকার হয়ে থাকতে পারে।
3/8
শারীরিক বা মানসিক, যে কোনও ধরনের ট্রমা-ই তার আচরণ প্রভাবিত করতে পারে।
4/8
সেক্ষেত্রে কয়েকটি দিকে নজর রাখা প্রয়োজন।
5/8
প্রথমত, পোষ্যের পছন্দমতো খাবার তার সামনে পরিবেশন করুন। এতে সে কিছুটা স্বস্তি খুঁজে পাবে।
6/8
যদি দেখেন, কলার বা বেল্ট দেখলেই সে কোনও কারণে ভয় পাচ্ছে, তা হলে সতর্ক হোন।
7/8
সেক্ষেত্রে পোষ্যের সঙ্গে প্রথমেই কড়াকড়ি নয়।
8/8
তাকে কিছুটা শান্ত পরিবেশ দিন। অন্তত প্রথম কিছু দিন। প্রয়োজনে পশু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। পোষ্য়ের মন ভালো রাখা তার পরিচর্যার মধ্যেই পড়ে। সুতরাং সে দিকে নজর দেওয়া দরকার।
Published at : 25 Mar 2023 10:47 PM (IST)