Lifestyle:ভালো লেখার হাত তৈরির সহজ টিপস!

Writing Skills: স্কুল-কলেজের লেখাপড়া হোক বা কর্মস্থলের প্রয়োজন! লেখার হাত ভালো থাকলে সুবিধা ষোলো আনা। কিন্তু বহু ক্ষেত্রে কী ভাবে এই দক্ষতা তৈরি করতে হবে, জানা থাকে না আমাদের অনেকেরই।

ভালো লেখার হাত তৈরির সহজ টিপস!

1/8
স্কুল-কলেজের লেখাপড়া হোক বা কর্মস্থলের প্রয়োজন! লেখার হাত ভালো থাকলে সুবিধা ষোলো আনা। কিন্তু বহু ক্ষেত্রে কী ভাবে এই দক্ষতা তৈরি করতে হবে, জানা থাকে না আমাদের অনেকেরই।
2/8
কিছু নির্দিষ্ট টিপস মেনে চর্চা, তা হলেই যে কোনও জিনিস লেখার দক্ষতা তৈরি হবে।
3/8
যে কোনও ধারণাকে কতটা সহজে ও সুষ্ঠুভাবে প্রকাশ করা যায়, তার উপরই লেখার দক্ষতা নির্ভর করে।
4/8
যত অল্প কথায়, কম শব্দে পুরো বক্তব্যটি লিখে ফেলা যায়, ততই স্মার্ট হয় সেই লেখা। তাই প্রথম লক্ষ্য সেই দিকেই থাকতে হবে।
5/8
অযথা জটিল বাক্যগঠন বা কঠিন শব্দবন্ধের ব্যবহার এড়ানোই ভালো। এতে যিনি লেখাটি পড়বেন, তাঁর পক্ষে বুঝতে অসুবিধা হতে পারে।
6/8
বাক্যগঠনের সময় ব্যাকরণের দিকে অবশ্যই নজর দেওয়া দরকার। তাই যে ভাষাতে লেখা হচ্ছে, তার ব্যাকরণ যেন ভাল মতো রপ্ত থাকে।
7/8
লেখায় দক্ষতা বাড়ানোর জন্য পাল্লা দিয়ে পড়তে হবে। কারণ ভালো বই লেখালেখির ক্ষমতা তৈরি করতে সাহায্য করে।
8/8
লেখার পর সবসময় তা ক্রসচেক এবং প্রয়োজনে এডিট করে নেওয়া দরকার। তা হলেই সেটি নিখুঁত হবে। (ছবি:PIXABAY)
Sponsored Links by Taboola