Lifestyle:চুল পড়ার সমস্যা? কপাল চওড়া হয়ে যাচ্ছে? নিয়মিত এগুলি মেনে দেখুন তো

Receding Hairline: চুল পড়ার সমস্যায় ভুগছেন? কপালের আয়তন বেড়েই চলেছে? নারী-পুরুষ নির্বিশেষে এই সমস্যা এখন অনেকের, কার্যত প্রায় ঘরে ঘরে।

চুল পড়ার সমস্যা? কপাল চওড়া হয়ে যাচ্ছে? নিয়মিত এগুলি মেনে দেখুন তো

1/9
চুল পড়ার সমস্যায় ভুগছেন? কপালের আয়তন বেড়েই চলেছে? নারী-পুরুষ নির্বিশেষে এই সমস্যা এখন অনেকের, কার্যত প্রায় ঘরে ঘরে।
2/9
বয়স, জিনগত সমস্যা, ভুলভাল খাওয়াদাওয়া এবং চুলের ঠিকমতো পরিচর্যা না হলে, এই ধরনের পরিণতি হতে পারে। তাই সময়মতো নিয়মিত কেশ-পরিচর্যা শুরু করা দরকার।
3/9
দূষণ এবং আবর্জনা 'হেয়ার ফল'-এর অন্যতম কারণ হতে পারে। তাই বাইরে বেরোলে চুল বেঁধে রাখা জরুরি।
4/9
শ্যাম্পু তো করেন, কিন্তু সেটা যে আপনার চুলের পক্ষে উপযুক্ত সে ব্যাপারে নিশ্চিত? বিশেষজ্ঞদের বক্তব্য, প্যারাবেন এবং সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করে দেখতে পারেন। এতে চুলের গোড়া ভাল থাকে, চুল পড়াও নিয়ন্ত্রণে থাকে।
5/9
নিয়মিত চুলে তেল দিলে 'ফলিকল' স্টিম্যুলেটেড হয়, পরামর্শ দিচ্ছেন অনেকেই। পাশাপাশি চুলের গোড়ায় রক্ত চলাচলও বাড়াতে সাহায্য করে অয়েল ম্যাসাজ।
6/9
খাবারের মধ্যে কী কী থাকে, সেটিও 'হেয়ার ফল'-এর পরিমাণ নির্ধারণ করে। সাধারণ ভাবে পুষ্টিকর খাবার 'হেয়ার গ্রোথ' -এ সাহায্য করে।
7/9
ভিটামিন এবং পুষ্টিকর খনিজ পদার্থে সমৃদ্ধ বেরিজ, ড্রাই ফ্রুটস এবং সবুজ শাকসবজি ঘন, স্বাস্থ্যকর চুলের জন্য অত্যন্ত উপকারী, মনে করেন বিশেষজ্ঞরা।
8/9
তবে এর পরও সমস্যা না কমলে ডাক্তারের কাছে যাওয়া জরুরি। কারণ, চুল পড়ার একাধিক কারণ থাকতে পারে।
9/9
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রে জীবনযাপন, খাওয়াদাওয়া এবং চুলের চর্চার কৌশল বদলালেই ফয়দা পাওয়া যায়। তবে তার পরও সুরাহা না হলে ডাক্তারের কাছে যাওয়া দরকার।
Sponsored Links by Taboola