Hot Chocolate: জমজমাট শীতের সন্ধে, বাড়িতেই তৈরি হট চকোলেট, রইল রেসিপি
Hot Chocolate Making: বাইরের খাবার খেতে খেতে একঘেয়ে লাগলে এবার বাড়িতেই তৈরি করে ফেলুন হট চকোলেট।
ফাইল ছবি
1/9
শীত মানেই নানারকমের খাওয়া দাওয়ার প্ল্যান। তবে সবসময় বাইরের খাবার না খেয়ে বাড়িতেও বানিয়ে ফেলা যায় পছন্দের কোনও খাবার। কেক, কুকিজ়ের মতোই এই তালিকায় আছে হট চকোলেট।
2/9
হাউজ় পার্টি হোক বা বাড়ির খুদে সদস্যের জন্য বিশেষ কিছু খাবার, চটজলদি বানিয়ে ফেলা সম্ভব হট চকোলেট।
3/9
হট চকোলেট বানানোর জন্য প্রয়োজন কোকো পাউডার, চিনি, দুধ, ভ্যানিলা এসেন্স।
4/9
প্রথমে একটা পাত্রে কোকো পাউডার এবং চিনির গুঁড়ো ভাল করে মেশাতে হবে।
5/9
এরপর ওই মিশ্রণে ধীরে ধীরে জল মেশাতে হবে। যাতে জমে না যায়, তার জন্য কোনও চামচ দিয়ে মেশাতে হবে ওই জল।
6/9
এরপর গ্যাসে অল্প আঁচে ওই মিশ্রণের পাত্র বসাতে হবে। অন্য একটি পাত্রে দুধ গরম করতে হবে। তবে ফোটানোর প্রয়োজন নেই।
7/9
এরপর ধীরে ধীরে কোকো পাউডারের পেস্টের মধ্যে দুধ মেশাতে হবে। যতক্ষণ পর্যন্ত না ওই পেস্ট মসৃণ হচ্ছে, ততক্ষণ নাড়তে হবে।
8/9
আঁচ কমিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং নুন দিতে হবে, তৈরি হট চকোলেট।
9/9
একটা গ্লাস বা বড় কাপে হট চকোলেট দিয়ে তার মধ্যে উপর থেকে ক্রিম দিতে হবে। তার উপর কোকো পাউডারও দেওয়া যেতে পারে।
Published at : 12 Jan 2024 04:31 PM (IST)