Lifestyle:পাকা চুলের সমস্যায় নাজেহাল? রইল মোকাবিলার সহজ উপায়
ছোট-বড়, খুদে বা বয়স্ক, পাকা চুলের সমস্যা এখন 'প্রায় ঘর ঘর কি কহানি' । এক এক জনের ক্ষেত্রে এর কারণ এক এক রকম হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে বিশেষজ্ঞদের একাংশের বিশ্বাস, কয়েকটি পদ্ধতিতে পাকা চুলের বাড়বাড়ন্ত কিছুটা হলেও আটকানো সম্ভব।
এসব ক্ষেত্রে আমলা ব্যবহারে সুফল মিলতে পারে, বলছেন অনেকে। প্রাকৃতিক Astringent হিসেবে এটি চুলের রং ধরে রাখতে সাহায্য় করে।
তুলসি দিয়ে তৈরি 'হেয়ার মাস্ক'-ও পাকা চুলের সমস্যা নিয়ন্ত্রণে কার্যকরী। চুলের রং ফেরাতে এটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নারকেল তেল ব্যবহারেও দারুণ উপকার পাওয়া যেতে পারে, ধারণা অনেকের।
নারকেল তেলের মধ্যে থাকা ময়শ্চারাইজার, বায়োটিন এবং অন্যান্য পদার্থ পাকা চুলের সমস্যা সমাধানে দারুণ কাজে দেয়।
পাকা চুলের সমস্যা মোকাবিলায় পেঁয়াজের রস ব্যবহারেরও পরামর্শ দেন অনেকে।
এছাড়া চা পাতাও অনেকের ক্ষেত্রে এই সমস্যা মোকাবিলায় কাজে দিতে পারে। এর মধ্যে থাকা ট্যানিক অ্যাসিড চুলের কালো রং ফেরায়, মনে করেন কেউ কেউ। তবে সকলের ক্ষেত্রে সব উপাদান একই রকম ফয়দা নাও দিতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -