Lifestyle: ত্বকের যত্ন? বাড়িতেই বানিয়ে ফেলুন 'ফেস মাস্ক'
Home Made Face Masks:বাড়িতে সংসারের প্রচুর কাজ। আর বাইরে? কাজের চাপে দম ফেলার ফুরসত নেই। এর মধ্যে ত্বকচর্চা? তাও আবার প্যাক লাগিয়ে? সোনার পাথরবাটি মনে হতে পারে অনেকের।
ত্বকের যত্ন? বাড়িতেই বানিয়ে ফেলুন 'ফেস মাস্ক'
1/8
বাড়িতে সংসারের প্রচুর কাজ। আর বাইরে? কাজের চাপে দম ফেলার ফুরসত নেই। এর মধ্যে ত্বকচর্চা? তাও আবার প্যাক লাগিয়ে? সোনার পাথরবাটি মনে হতে পারে অনেকের।
2/8
কিছু কিছু ক্ষেত্রে বাজারচলতি 'ফেসপ্যাক'-র দামও ধরাছোঁয়ার বাইরে। তা হলে কি ত্বকের ন্যূনতম যত্নটুকুও হবে না?
3/8
বিশেষজ্ঞদের অনেকে বলছেন, দুরন্ত এবং কার্যকরী ফেসপ্যাক বানিয়ে ফেলা সম্ভব বাড়িতেই। কী দিয়ে বানাবেন? যেমন ধরুন বেসন।
4/8
রান্নার কাজে বেসন ভীষণ ভাবে ব্যবহার হয়। কিন্তু ত্বকের 'পোরস' পরিষ্কার করার পাশাপাশি জেল্লা ফেরাতেও এটি দারুণ উপকারী।
5/8
একটি বাটিতে দু-তিন টেবিল চামচ বেসন নিয়ে, তার সঙ্গে এক চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিন।
6/8
পেস্ট মতো যেটি তৈরি হবে, মুখে মেখে নিন। তার পর কিছুক্ষণ শুকোতে দিন।
7/8
অ্যাভোকোডো ফেস মাস্ক আবার ত্বকের বার্ধক্য আটকাতে দারুণ কাজে দেয়। অ্যালোভেরা জেলের সঙ্গে অ্যাভোক্যোডা পাল্প মিশিয়ে নিয়ে মিনিট ২০ মুখে মেখে রাখুন। তার পর হালকা উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
8/8
পেঁপে দিয়ে উপকারী ফেস মাস্ক তৈরি হয়। তবে একটি বিষয় মনে রাখা দরকার। সকলের ক্ষেত্রে যে সব রকম মাস্ক কার্যকরী হবে, তা নয়। কোনও সমস্যা হলে একমাত্র এক জন বিশেষজ্ঞই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন।
Published at : 03 Dec 2022 08:45 PM (IST)