Lifestyle News: আনন্দ-দুঃখ-রাগ! ভাল করে চিনুন নিজের আবেগ
Know Your Emotion: হিংসে নাকি রাগ? নাকি ছাই-চাপা আবেগের আসল নাম দুঃখ? বহু সময়ই নিজেদের আবেগ ঠিকঠাক চিনতে ও বুঝতে অসুবিধা হয় আমাদের। অথচ আবেগ সম্পর্কে ঠিকঠাক ধারণা না থাকলে অনেক সমস্যা।
কী ভাবে চিনবেন নিজের আবেগ?
1/8
হিংসে নাকি রাগ? নাকি ছাই-চাপা আবেগের আসল নাম দুঃখ? বহু সময়ই নিজেদের আবেগ ঠিকঠাক চিনতে ও বুঝতে অসুবিধা হয় আমাদের। (সব ছবি প্রতীকী)
2/8
অথচ নিজের আবেগ সম্পর্কে ঠিকঠাক ধারণা না থাকলে অনেক সমস্যা। কারণ? আমাদের আচার-ব্যবহারের অনেকটাই এর উপর নির্ভরশীল।
3/8
প্রত্যেক দিন আপনি কী অনুভব করছেন, সেটা ঠিকঠাক বুঝে নেওয়া খুব জরুরি। আমাদের ছোট-বড় অনেক সিদ্ধান্তই এর সঙ্গে জড়িয়ে থাকে।
4/8
ইতিবাচক হোক বা নেতিবাচক, আবেগকে কখনও দূরে ঠেলে রাখবেন না। বরং চেষ্টা করুন, সামাজিক বাছবিচার সরিয়ে রেখে সেটির স্বরূপ চিনে নিতে।
5/8
এতে কিছুটা সময় লাগতে পারে। সেটা দিন। আবেগের মাধ্যমে আপনার মন কী বার্তা দিতে চাইছে, সেটা বোঝার চেষ্টা করা দরকার।
6/8
আবেগ যখন তৈরি হয়, তার সঙ্গেই কিছু একটা করার তাগিদ চলে আসে। এই সমীকরণটি বোঝার চেষ্টা করুন।
7/8
এক দিনে আপনি কী কী অনুভব করলে, তা জার্নাল আকারে লিখে রাখুন। শুধু তা-ই নয়, তীব্রতা অনুযায়ী অনুভূতিগুলিকে ১-৫, স্কেলে রেটিং করতে পারেন।
8/8
যখন সেই জার্নালে আপনি চোখ রাখবেন, বুঝতে পারবেন কোথায় কোন আবেগের ওঠাপড়া বেশি। কিন্তু সেটা নিয়ে কড়াকড়ি নয়! বরং নিজের ব্যাপারেও সহানুভূতিশীল হোন।
Published at : 18 Aug 2022 10:33 PM (IST)