Lifestyle: রূপটানের সঙ্গী থাকুক পেঁপে!

Papaya For Skin: দামী ক্রিম থেকে নানা ধরনের রূপটান, ত্বকের স্বাস্থ্য ধরে রাখতে কম মেহনত করি না আমরা। কিন্তু সবের পরও কাঙ্খিত ফল বহু সময় অধরা থেকে যায়।

ত্বকচর্চার অন্যতম 'বন্ধু' পেঁপে!

1/8
দামী ক্রিম থেকে নানা ধরনের রূপটান, ত্বকের স্বাস্থ্য ধরে রাখতে কম মেহনত করি না আমরা। কিন্তু সবের পরও কাঙ্খিত ফল বহু সময় অধরা থেকে যায়।
2/8
অথচ ত্বকের নানা সমস্যায় দারুণ কার্যকরী একটি উপকরণ আমাদের বড় চেনা। পেঁপে।
3/8
অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ পেঁপে ত্বকের বলিরেখা কমাতে, ব্রণ নিয়ন্ত্রণে দুরন্ত কাজে দেয়, মনে করেন বিশেষজ্ঞদের অনেকে।
4/8
পুরনো দাগছোপ বা আঘাতের চিহ্নও পেঁপের ব্যবহারে চলে যায়। কিন্তু কী ভাবে প্রয়োগ করবেন একে?
5/8
প্রথমত স্ক্রাব। পেঁপে বাটার সঙ্গে একচামচ মধু এবং একচামচ রাইস ফ্লাওয়ার মিশিয়ে এই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন।
6/8
এবার এই মিশ্রণটি দিয়ে ২-৩ মিনিট মুখে স্ক্রাব করুন। তার পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
7/8
পাকা পেঁপের নরম অংশটি নিয়ে মুখ ও ঘাড়ে ভাল করে ঘষে নিন। প্রায় ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেললে ত্বকের জেল্লা ফিরে আসবে অনেকটাই।
8/8
এক চা চামচ অ্যালোভেরা জেল, এক চা চামচ মধু এবং ২ চামচ পেঁপে বাটা একটি বাটিতে মিশিয়ে নিন। তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এবার ৫-১০ মিনিট মুখে ভাল করে ম্যাসাজ করুন, তার পর ধুয়ে ফেলুন। দারুণ কার্যকরী হবে এটি।
Sponsored Links by Taboola