Lifestyle: রূপটানের সঙ্গী থাকুক পেঁপে!
দামী ক্রিম থেকে নানা ধরনের রূপটান, ত্বকের স্বাস্থ্য ধরে রাখতে কম মেহনত করি না আমরা। কিন্তু সবের পরও কাঙ্খিত ফল বহু সময় অধরা থেকে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅথচ ত্বকের নানা সমস্যায় দারুণ কার্যকরী একটি উপকরণ আমাদের বড় চেনা। পেঁপে।
অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ পেঁপে ত্বকের বলিরেখা কমাতে, ব্রণ নিয়ন্ত্রণে দুরন্ত কাজে দেয়, মনে করেন বিশেষজ্ঞদের অনেকে।
পুরনো দাগছোপ বা আঘাতের চিহ্নও পেঁপের ব্যবহারে চলে যায়। কিন্তু কী ভাবে প্রয়োগ করবেন একে?
প্রথমত স্ক্রাব। পেঁপে বাটার সঙ্গে একচামচ মধু এবং একচামচ রাইস ফ্লাওয়ার মিশিয়ে এই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন।
এবার এই মিশ্রণটি দিয়ে ২-৩ মিনিট মুখে স্ক্রাব করুন। তার পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
পাকা পেঁপের নরম অংশটি নিয়ে মুখ ও ঘাড়ে ভাল করে ঘষে নিন। প্রায় ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেললে ত্বকের জেল্লা ফিরে আসবে অনেকটাই।
এক চা চামচ অ্যালোভেরা জেল, এক চা চামচ মধু এবং ২ চামচ পেঁপে বাটা একটি বাটিতে মিশিয়ে নিন। তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এবার ৫-১০ মিনিট মুখে ভাল করে ম্যাসাজ করুন, তার পর ধুয়ে ফেলুন। দারুণ কার্যকরী হবে এটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -