International Plastic Bag Free Day 2022: প্লাস্টিক ব্যাগে বাড়ছে দূষণ, কবে আসবে সচেতনতা?
ছবি: পিটিআই
1/9
প্লাস্টিকের কারণে প্রবল দূষণের শিকার পৃথিবী। পরিবেশ দূষণের কারণগুলির যদি একটি তালিকা করা যায়। তাহলে ওই তালিকায় সবচেয়ে বেশি বিপদের ঝুঁকি প্লাস্টিকের কারণেই। এই উদ্ভাবন মানব সভ্যতাকে একধাক্কায় অনেকটা এগিয়ে দিলেও, বাড়িয়েছে ঝুঁকিও। ছবি: PTI
2/9
বিশ্বে দূষণের অন্যতম প্রধান কারণ প্লাস্টিক বা প্লাস্টিকজাত সামগ্রী। পরিবেশ বাঁচাতেই বিশেষ ধরনের প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে পদক্ষেপ করেছে বিশ্বের একাধিক দেশ। যার মধ্যে রয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগও (Single Use Plastic Bag)। এই নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই প্রতিবছর ৩ জুলাই পালিত হয় ইন্টারন্য়াশনাল প্লাস্টিক ব্যাগ বিরোধী দিবস (International Plastic Bag Free Day)। ছবি: PTI
3/9
ভারতে চলতি বছরের ১ জুলাই থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের উপর (Single Use Plastic Bag)। তবুও ভারতের বিভিন্ন শহরেই এখনও দেখা মিলছে বেআইনি প্লাস্টিকের। প্রশাসনের নজর এড়িয়ে পুরোদমে চলছে প্লাস্টিক ব্যবহার। ছবি: PTI
4/9
অন্তত দুই দশক আগে থেকে এই নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ করার জন্য় পরামর্শ দিয়েছে পরিবেশবিদ, বিজ্ঞানীরা। Bag Free World নামের একটি উদ্য়োগ থেকেই শুরু হয়েছে এই উদ্যোগ। ছবি: PTI
5/9
১৯৯৭ সালে একটি গবেষণায় সামনে আসে উদ্বেগজনক তথ্য। সমুদ্রে চমকে দেওয়ার মতো প্লাস্টিকজাত সামগ্রীর হদিশ পাওয়া যায়, যা সামুদ্রিক বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে চলেছে। তারপরেই আন্তজার্তিক স্তরে এই নিয়ে আলোচনা শুরু হয়। ছবি: PTI
6/9
২০০২ সালে বিশ্বে প্রথম দেশ হিসেবে বাংলাদেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। তারপর থেকে বিভিন্ন দেশে এই পদক্ষেপ করা হয়েছে। প্লাস্টিক সামগ্রী বন্ধ করতে বিভিন্ন আইন আনা হয়েছে অনেক দেশে। ভারতেও একাধিকবার এই চেষ্টা করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত বন্ধ করা যায়নি প্লাস্টিকে সর্বব্যাপী ব্যবহার। ছবি: PTI
7/9
পরিবেশ ভাল রাখতে দৈনন্দিন জীবনে প্লাস্টিক ব্য়বহার বন্ধ করা অত্যন্ত প্রয়োজন। প্লাস্টিক সামগ্রী প্রকৃতিতে মেশে না। অবৈজ্ঞানিক পদ্ধতিতে নষ্ট করতে গেলে পরিবেশের মারাত্মক ক্ষতি করে। সমুদ্রে প্লাস্টিক সামগ্রী মেশার ফলে সামগ্রিক সামুদ্রিক বাস্তুতন্ত্র ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ছবি: PTI
8/9
প্লাস্টিক দূষণের কারণে প্রভাব পড়ছে বিভিন্ন প্রজাতির জীবনযাত্রায়, বিঘ্নিত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য এবং জীববৈচিত্র্য। মাটিতেও দূষণ ছড়াচ্ছে প্লাস্টিক। ফলে থেকে যাচ্ছে খাদ্য শৃঙ্খলায় বিপদের আশঙ্কাও। ছবি: PTI
9/9
প্লাস্টিক ব্য়বহারের পক্ষে যাঁরা কথা বলে থাকেন, তাঁরা প্লাস্টিক রিসাইক্লিংয়ের কথা বলেন। কিন্তু সারা বিশ্বে মোট ব্য়বহৃত প্লাস্টিকের নগণ্য শতাংশ পুনর্নবীকরণ হয়। বাকিটা জমতে তাকে পরিবেশেই। ছবি: PTI
Published at : 03 Jul 2022 08:11 AM (IST)