Lifestyle:দ্রুত ফিটনেস বাড়াতে পালং শাকের স্মুদি? অজান্তেই ক্ষতি করছেন না তো?
Spinach Smoothie:পালং শাকের স্মুদি! ফিটনেসপ্রেমিদের তালিকায় থাকা অন্যতম প্রিয় পানীয়। কিন্তু এতে লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি নয়তো?
দ্রুত ফিটনেস বাড়াতে পালং শাকের স্মুদি? অজান্তেই ক্ষতি করছেন না তো?
1/8
পালং শাকের 'স্মুদি'! ফিটনেসপ্রেমিদের তালিকায় থাকা অন্যতম প্রিয় পানীয়। কিন্তু এতে লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি নয়তো?
2/8
অ্যানিমিয়ার আক্রান্তদের জন্য দুরন্ত কার্যকরী হতে পারে, পালং শাক। কারণ এটি আয়রন-সমৃদ্ধ।
3/8
তা ছাড়াও বহু পুষ্টিগুণ রয়েছে পালং শাকের। কিন্তু পুষ্টিবিদদের একাংশের ধারণা, এই শাক বহু সময়ই ভুল ভাবে খাওয়া হয়ে থাকে। যার ফল মারাত্মক হতে পারে।
4/8
পুষ্টিবিদদের মতে, পালং শাকের স্মুদি-র পালং শাকের স্য়ুপ অনেক বেশি উপকারী হতে পারে। কারণ দ্রুত ফিটনেস পাওয়ার লক্ষ্যে স্মুদি হিসেবে এটি খেলে কিডনি ও গলব্লাডারে স্টোন হওয়ার আশঙ্কা থেকে যায়।
5/8
স্মুদি হিসেবে পালংশাক খেলে অনেকে মনে করেন, দেহের বর্জ্য ও দূষিত উপাদাগুলি বেরিয়ে যায়।
6/8
কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আখেরে হয়তো অজান্তেই ইরিটেবল বাওয়েল সিনড্রোম দেখা দিতে পারে।
7/8
আসলে বিশেষজ্ঞদের মতে, শরীর যতটা অক্সালেট নিতে পারে তার থেকে অন্তত আট গুণ বেশি থাকে এক গ্লাস স্মুদিতে।
8/8
তাই খাওয়ার আগে এটিকে সেদ্ধ করার পরামর্শ দিচ্ছেন তাঁরা। আর স্মুদি নয়, স্যুুপ হিসেবে পান করলেই উপকারিতা বেশি এটির।
Published at : 12 Jul 2023 11:54 PM (IST)