PM Narendra Modi:ভারতে জাপানের প্রধানমন্ত্রী, কী উপহার মোদির?
চন্দনকাঠের বুদ্ধমূর্তি। কর্নাটকে তৈরি সুন্দর, ছিমছাম এই উপহারই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার হাতে তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।কদমওয়ুড়ি জালি বাক্সে ভরে মূর্তিটি তুলে দেওয়া হয়েছে কিশিদার হাতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকদমওয়ুড়ি জালি বাক্সে ভরে মূর্তিটি তুলে দেওয়া হয়েছে কিশিদার হাতে।
সোমবার দুদিনের ভারত সফরে এসেছেন জাপানের রাষ্ট্র্রপ্রধান। অভ্যর্থনা উপলক্ষ্যে চন্দনকাঠের বুদ্ধমূর্তি বেছে নিয়েছেন মোদি।
মূর্তিটির সামনের অংশে ধ্যানী বুদ্ধের প্রতিকৃতি রয়েছে। আর পিছন দিকে বোধিবৃক্ষ খোদাই করা।
সব মিলিয়ে নজরকাড়া শিল্পকীর্তি। চন্দনকাঠ খোদাই করে শৈল্পিক প্রতিকৃতি তৈরির দস্তুর দীর্ঘদিন ধরে চলে আসছে কর্নাটকে।
সুগন্ধী চন্দনকাঠে ব্লক খোদাই করে স্থাপত্য, প্রতিকৃতি তৈরির ধারা কর্নাটকে বহু প্রাচীন।
ইতিহাসবিদদের অনেকে মনে করেন, এটি প্রায় ক্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে চলে আসছে।
সেই সময় অবশ্য চন্দনকাঠ ব্যবহার করে দেবদেবীমূর্তি ব্যবহার করা হত। মন্দির এবং অন্যান্য উপাসনাস্থলেও এই ধরনের শিল্পকীর্তির ধারা দেখা যায়।
সমঝদারদের কাছে এই শিল্পের যথেষ্ট কদর রয়েছে। আধ্যাত্মিক ব্যক্তিরাও এই ধরনের মূর্তিকে অত্য়ন্ত শ্রদ্ধার চোখে দেখেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -