Garlic: খালি পেটে রোজ দু কোয়া কাঁচা রসুন খান! ম্যাজিকের মতো দূর হবে যাবতীয় রোগ
রসুনের মধ্যে এক ধরনের কম্পাউন্ড রয়েছে যা বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে। এছাড়াও রসুনের মধ্যে পাওয়া যায় ক্যালসিয়াম‚ কপার‚ পটাশিয়াম‚ ফসফরাস‚ আয়রন এবং ভিটামিনB1।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরসুনের মধ্যে খুব কম ক্যালরি রয়েছে কিন্তু ভিটামিন C‚ ভিটামিন B6 এবং ম্যাঙ্গানিজ আছে । এছাড়াও এতে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস আছে যা আমাদের শরীরের জন্য খুব দরকার ।
রসুন খেলে ইমিউন সিস্টেমের কার্যক্ষমতা অনেকটা বেড়ে যায়। কাজেই কাঁচা রসুন ফ্লু এবং কমন কোল্ড তাড়াতাড়ি সারিয়ে তোলে।
রক্তচাপ কমাতে সাহায্য করে রসুন। কার্ডিওভাসকুলার ডিজিজ, যেমন হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। দেখা গিয়েছে যাঁরা রোজ অন্তত ২ কোয়া করে রসুন খান তাঁদের এই ধুঁকি কম।
শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে রসুন। নিয়মিত রসুন খেলে শরীরে খারাপ কোলেস্টেরল কমে ভাল কোলেস্টেরল বৃদ্ধি পায়।
রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষয় রোধ করে। এছাড়াও রসুন যেহেতু রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাই ক্রনিক ডিসিজও কম হয়।
শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে রসুন। রসুনে উপস্থিত সালফার অরগ্যান ড্যামেজ থেকে এবং শরীরকে লিড থেকে মুক্তি পেতে সাহায্য করে।
হাড়ের জোর বাড়াতে সাহায্য করে রসুন। গবেষণায় দেখা গিয়েছে রোজ ২ গ্রাম করে রসুন খেলে মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পায়। ফলে হাড় সংক্রান্ত সমস্যা অনেকটা কমে যায়।
পাশাপাশি মেনোপোজ হয়ে গিয়েছে এমন মহিলারাও প্রতিদিন অন্তত এক কোয়া করে রসুন খেলে উপকার পাবেন।
রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে। রসুন রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে। খালি পেটে রসুন খেলে এই উপকার বেশি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -