Amla: ওজন কমায়, দূর করে পেটের যাবতীয় সমস্যা, আমলকিতেই লুকিয়ে যাবতীয় সমস্যার সমাধান
ওজন কমায়, দূর করে পেটের যাবতীয় সমস্যা, আমলকিতেই লুকিয়ে যাবতীয় সমস্যার সমাধান
আমলকির উপকারিতা
1/10
আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করে। এ ছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে
2/10
আধা চূর্ণ শুষ্ক ফল এক গ্লাস জলে ভিজিয়ে খেলে হজম সমস্যা মিটে যাবে।
3/10
প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশে খাওয়া যেতে পারে। এটি পেট পরিষ্কার করে। এছাড়াও ত্বকের জন্যও এটি ভাল
4/10
আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ। চোখ চুলকানি বা জল পড়ার সমস্যা থেকে রেহাই দেয়।
5/10
আমলকী চোখ ভাল রাখার জন্য উপকারী। এতে রয়েছে ফাইটো-কেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িও ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে।
6/10
মুখে রুচি ফেরাতে ও খিদে বাড়ানোর জন্য আমলকি গুঁড়োর সঙ্গে সামান্য মধু মিশিয়ে খাওয়া যেতে পারে।
7/10
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও আমলকির জুড়ি মেলা ভার
8/10
ব্রঙ্কাইটিস ও অ্যাজমার সমস্যা রয়েছে যাঁদের তাঁরা আমলকীর জুস খেতে পারেন।
9/10
ওজন ঝরাতেও সাহায্য করে আমলকি। ডায়েটের পাশাপাশি খালি পেটে আমলকির জুস খেতে পারেন। এতে উপকার মিলবে।
10/10
এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ফ্রি র্যাডিকালস প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও সর্দি-কাশি, পেটের সমস্যা ও রক্তশূন্যতা দূর করতে কার্যকরী ভূমিকা রয়েছে আমলকির।
Published at : 20 Jul 2023 10:30 AM (IST)