সর্দি-কাশির সমাধান থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি! শীতকালে রোজ মধু খেলে উপকার পাবেন

সর্দি-কাশির সমাধান থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি! শীতকালে রোজ মধু খেলে উপকার পাবেন

মধুর উপকারিতা

1/10
সামান্য সর্দি-কাশিতে তুলসী পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
2/10
কুসুম গরম জলে মধু মিশিয়ে খেলে কাশির প্রকোপ কমে। তবে এক বছরের কম বয়সী ছোট বাচ্চাদের মধু খাওয়াবেন না।
3/10
মধুতে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম নামের রেণু থাকে। বয়স্কদের অন্ত্রে এগুলো বংশবিস্তার করতে পারে না, কিন্তু খুব ছোট বাচ্চাদের পেটে বেড়ে উঠে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।
4/10
শরীরের কোথাও সামান্য কাটা-ছেঁড়া থাকলে মধুর প্রলেপ দেওয়া যায়।
5/10
মধুতে উঁচু মাত্রার জীবাণুনাশক উপাদান থাকায় সহজে সংক্রমণ রোধ করা সম্ভব হয়।
6/10
মৌমাছি ফুল থেকে যে মধু সংগ্রহ করে, তাতে ৪০ থেকে ৬০ শতাংশ জল থাকে।
7/10
রাতে শোওয়ার ঘণ্টা দুয়েক আগে কুসুম গরম জলে মধু মিশিয়ে খেলে ভালো ঘুম হয়।
8/10
গ্যাস্ট্রিক-আলসারে মধু উপকারে আসে। ১০০ গ্রাম কুসুম গরম জলে এক টেবিল-চামচ মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
9/10
শীতকালে ঠোঁট ফাটার সমস্যা হয়ে থাকে। রাতে ঘুমের আগে নিয়মিত ঠোঁটে মধু লাগান। এতে উপকার পাবেন।
10/10
মধু রূপচর্চার কাজেও ব্যবহার করতে পারেন। চিনির সঙ্গে মিশিয়ে স্ক্রাবার হিসেবেও মধু ব্যবহার করা যায়
Sponsored Links by Taboola