Lychee: আসছে লিচুর মরসুম, এর উপকারিতাগুলো জানেন তো?
আসছে লিচুর মরসুম, এর উপকারিতাগুলো জানেন তো?
লিচুর উপকারিতা
1/10
লিচুতে অলিগোনাল নামক বিশেষ উপাদান থাকে যা নাইট্রিক অক্সাইড তৈরি করে। ফলে লিচু শরীরে রক্তের সঞ্চালন বৃদ্ধি করতের সহায়তা করে। রক্তের পরিসঞ্চালন বৃদ্ধি পাওয়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2/10
লিচু শরীরে ওজন কমাতে যথেষ্ট সহায়তা করে। লিচুতে থাকা ফাইবার খাদ্যের পরিপাক এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।
3/10
লিচুতে থাকা ফাইবার দেহের ভেতর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে।
4/10
লিচুর ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। লিচুতে থাকা ভিটামিন-সি এবং অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
5/10
লিচু হজমে সহায়তা করে। তবে পরিমাণে বেশি খেলে এটি শরীরে খারাপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
6/10
লিচু রক্তের শর্করা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। লিচু অ্যাজমা বা হাঁপানি প্রতিরোধে সহায়তা করে।
7/10
লিচুতে ভিটামিন সি-এর উপস্থিতি থাকে ফলে ত্বকের উজ্জলতা বৃদ্ধি পায় এবং শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
8/10
লিচুরতে জলের ভাগ বেশি। অন্তত ৮২ শতাংশই হল জল। তাই গরমে শরীরে জলের ঘাটতি পূরণ করতে খেতে পারেন লিচু। গরমে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচতেও সাহায্য করে এটি।
9/10
মানসিক সমস্যা রয়েছে যাঁদের, তাঁদের জন্য লিচু বেশ উপকারি ফল।
10/10
লিচুতে থাকা কপার হেয়ার ফলিকলকে স্টিমুলেট করে চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
Published at : 19 Apr 2023 02:19 PM (IST)