Papaya: কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, হাড়ের দেখভাল করে, পেঁপের গুণাগুণ জানলে অবাক হবেন
পেঁপেতে আছে ভিটামিন বি-১ ও ভিটামিন বি-৬, এ ছাড়াও প্রচুর পরিমাণে ফলেট অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যারোটিনের উত্স পেঁপে। রয়েছে বিটা ক্যারোটিন, ফ্লেভানয়েড, লুটেইন, ক্রিপ্টোক্সান্থিন আছে যা শরীরের জন্য খুবই উপকারী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোলেস্টেরল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁপে। বরং এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট যা ধমনীতে কোলেস্টেরল জমতে বাঁধা দেয়।
পেঁপেতে থাকা পেপেইন নামের উপাদান খাবার হজম করে সহজেই এবং পরিপাক তন্ত্রকে পরিষ্কার করে।
পাকা পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও ই আছে। এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন সমস্যা দূর করে। এতে উপস্থিত ভিটামিন সি ত্বক, চুল ও মাড়ির জন্য খুবই উপকারী।
অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে পেঁপে। পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে এবং উপকারী ফাইবার বেশি থাকায় নিশ্চিন্তে ডায়েটে রাখতে পারেন এটি।
প্রচুর ফাইবার ও ক্যারোটিন থাকায় এটি অন্ত্রের ক্যানসারের ঝুঁকিও কমায়।
ক্যালরির পরিমাণ অনেক কম থাকায় এটি ওজন কমাতেও বেশ সহায়ক। এ ছাড়া পাকা পেঁপে কোষ্ঠকাঠিন্য সারাতে সাহায্য করে
ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে উপকারী পেঁপে। দেখা গিয়েছে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানোর পাশাপাশি একজিমা রোধ করতে এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পেঁপে সাহায্য করে।
আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস দূর করতে সাহায্য করে পেঁপে।
ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে ডায়েটে পেঁপে রাখতে পারেন?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -