Weight Loss: তড়িঘড়ি মেদ ঝরাতে গিয়ে এই ভুলগুলি করছেন না তো!
Health Tips: কথায় বলে, তাড়াহুড়োতে কিছুই করা উচিত নয়। ওজন ঝরানোর ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য।
ছবি: পিক্সাবে।
1/10
পর পর তারকাদের অকাল মৃত্যু। হাজার রোগভোগ লেগেই রয়েছে। তার উপর ফিট হওয়ার তাড়না রয়েছে। তাই তড়িঘড়ি ওজন ঝরাতে আজকাল মরিয়া মানুষ।
2/10
কিন্তু কথায় বলে, তাড়াহুড়োতে কিছুই করা উচিত নয়। ওজন ঝরানোর ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য। বরং ওজন কমাতে গিয়ে তাই কিছু ভুল করে ফেলি আমরা।
3/10
শুধুমাত্র ইঞ্চি টেপের দিকে নজর রাখা ভুল। শরীরে জলের জোগান ঠিক রয়েছে কি না, সঠিক খাবার শরীরে যাচ্ছে কি না, সে দিকেও নজর রাখা সমান জরুরি।
4/10
খাওয়া-দাওয়া একধাক্কায় কমিয়ে দেওয়া যেমন ভুল, তেমনই প্রোটিনের টানে হাবিজাবি খাওয়াও উচিত নয়। খাবারে ক্যালরির হিসেবের চেয়ে শরীরচর্চায় কত ক্যালরি ঝরছে, সে দিকে নজর দেওয়া উচিত।
5/10
শরীরচর্চা মানেই নাওয়া-খাওয়া ছেড়ে জিমে পড়ে থাকা নয়। আবার ব্যায়াম না করে শুধু খাওয়া-দাওয়া কমানোও উচিত নয়। এতে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে।
6/10
ব্যায়াম মানে শুধু দৌড়ঝাঁপ নয়, ওজন তোলা বা ওয়েট লিফ্টিংও সমান জরুরি। এতে পেশি মজবুত হয়।
7/10
ওজন কমাতে শুধু লো ফ্যাট ডায়েটে নির্ভর করবেন না। অনেক ক্ষেত্রে লো ফ্যাট খাবারের স্বাদ বাড়াতে তাতে চিনির ব্য়বহার বেশি হয়।
8/10
একদিনে যত বেশি সম্ভব ক্যালরি ঝরিয়ে ফেলবেন, এই ধারণা নিয়ে জিমে যাওয়া উচিত নয়। ওজন কমানোয় শরীরচর্চা অবশ্যই জরুরি। কিন্তু কত ক্ষণ শরীরচর্চা করবেন, তা নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
9/10
শরীরে পর্যাপ্ত প্রোটিনের জোগান থাকা অবশ্যই জরুরি। প্রত্যেক বারের খাবারে প্রোটিন বাড়ান। এতে ঘন ঘন খিদে পাবে না।
10/10
খিদে না পেলেও অল্প অল্প মুখ চালিয়ে যাওয়ার অভ্যাসও ভুল। এতে প্রয়োজনের তুলনায় বেশি ক্যালরি চলে যায় শরীরে।
Published at : 29 Sep 2022 07:46 PM (IST)