Lifestyle:কাজল পরতে ভালবাসেন? এই ভুলগুলি করছেন না তো?
Mistakes To Avoid While Applying Kajal:কাজল পরতে ভালবাসেন? চোখে কাজলের ছোঁয়া না থাকলে মনে হয় কী যেন মিসিং? তা হলে এই দিকগুলি খেয়াল রাখছেন তো?
কাজল পরতে ভালবাসেন? এই ভুলগুলি করছেন না তো?
1/8
কাজল পরতে ভালবাসেন? চোখে কাজলের ছোঁয়া না থাকলে মনে হয় কী যেন মিসিং? তা হলে এই দিকগুলি খেয়াল রাখছেন তো?
2/8
কোনও মসৃণ জায়গার উপর কনুই রেখে কাজল পরুন।
3/8
উপর ও নিচ, দুটি ওয়াটারলাইনেই কাজল পরতে দরকার।
4/8
আপনার যদি ডার্ক সার্কল থাকে, তা হলে সরু করে কাজল পরুন। সেটিকে 'স্মাজ' করবেন না।
5/8
শুধু রঙিন বা কালো আই লাইনারই ব্যবহার করতে হবে, এমন নয়।
6/8
দিনের বেলা হালকা রং, যেমন ধরুন, ভায়োলেট, ব্রাউন বা টিল কালারের কাজল পরলে দেখতে বেশি স্নিগ্ধ লাগে।
7/8
কালো কাজল থাক রাতের জন্য। আরও একটি বিষয় খেয়াল রাখা দরকার। কাজলের ঢাকনাটি যেন সব সময় বন্ধ থাকে।
8/8
দীর্ঘদিন বাদে কোনও কাজল ব্যবহার করলে তার সামনের, শুষ্ক অংশটা ভেঙে ফেলুন। তা হলে চোখে ব্যবহারের সময় তা ভাল থাকবে।
Published at : 18 Jun 2023 03:27 PM (IST)