Lifestyle:ঘুম থেকে ওঠার পরই এই কাজগুলি করেন তো?
ঘুম থেকে উঠে প্রথম কী করেন? আড়মোড়া ভাঙার পরেই কি ফোন চেক করা অভ্যাস? সুস্থ জীবন পেতে হলে ঘুম থেকে ওঠার পর কয়েকটি নির্দিষ্ট কাজ করা দরকার, মনে করেন বিশেষজ্ঞদের অনেকেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘুম থেকে ওঠার পরই খালি পেটে একগ্লাস জল পান করেন তো? এতে গোটা শরীর 'রিহাইড্রেট' হতে সাহায্য হয়।
শরীরের বিভিন্ন অঙ্গ, বিশেষত পেশির জড়তা ছাড়াতে হালকা স্ট্রেচিং করা ভাল এই সময়টা।
নির্দিষ্ট 'ওয়ার্ক আউট'-ও করতে পারেন। সেক্ষেত্রে কোনও ফিটনেস এক্সপার্টের সাহায্য নিলেই ভাল। এতে 'এনার্জি লেভেল বাড়ে, মেজাজ ভাল হয়।
দিনের প্রথম খাবার, 'ব্রেকফাস্ট'-এ চেষ্টা করুন স্বাস্থ্যরকর খাবার খেতে। পুষ্টিগুণ সমৃদ্ধ ব্রেকফাস্ট শরীর ও মনকে সারা দিনের রসদ জোগায়।
দিনভর একাধিক কাজ থাকতে পারে। কী কী করবেন, কখন করবেন, কোনটা আগে করবেন, এই সবটা ঘুম থেকে ওঠার পর সাজিয়ে নিতে পারলে ভাল। কারণ মন-মেজাজ সাধারণত এই সময়ে তরতাজা থাকে।
'পার্সোনাল গ্রুমিং' এবং 'হাইজিন', এই দুটো দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। আর দিনের শুরুতে এগুলি করতে পারলে সবচেয়ে ভাল। কারণ তাতে তরতাজা ও ফুরফুরে ভাব দিনের অনেকটা সময় বজায় থাকে।
জীবনে সমস্যা, বাধা, বিপত্তি কম নয়। কিন্তু প্রাপ্তির ঘর কি একদম খালি? ঘুম থেকে ওঠার পরই একবার ভেবে দেখতে পারেন, কোন কোন প্রাপ্তির জন্য আপনি জীবনের কাছে কৃতজ্ঞ। তা হলে সারা দিনের মতো ইতিবাচক মনোভাব তৈরি হয়ে যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -